বোনাস ছাড়াই অধিকাংশ পোশাক শ্রমিকের ঈদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
এবারও ঈদ বোনাস ছাড়াই অধিকাংশ পোশাকশিল্প শ্রমিককে ঈদ করতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোরবানির ঈদের ছুটির আগেই শিল্প কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার নির্দেশনা ছিলো। শ্রমিক সংগঠনগুলোরও একই দাবি ছিলো।
কিন্তু গতকাল সোমবার শেষ দিনেও অধিকাংশ শিল্প কারখানায় বোনাস হয়নি। শ্রমিকদের বোনাস ছাড়াই ঘরে ফিরে যেতে হচ্ছে। যদিও বেতন হয়েছে ৯০ শতাংশ শিল্প কারখানায় এমন তথ্য শিল্পপুলিশের। তবে বোনাস হয়েছে ৫০ শতাংশ শিল্প কারখানায়।
এদিকে পোশাক শিল্প কারখানায় শতভাগ বেতন-বোনাস পরিাশোধ হয়েছে বলে দাবি করছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিটওয়্যার পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএইএ।
জানা গেছে, কোনো কোনো কারখানা ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। ছুটি পেলেও অনিশ্চয়তা নিয়েই ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে শ্রমিকরা। তারা জানে না ছুটির পর কিভাবে ফিরবেন কারখানায়। আর মালিক পক্ষ বলছেন, শ্রমিকরা কিভাবে কাজে ফিরবেন এর দায় সরকারকে নিতে হবে। আমরা শ্রম আইনমতেই ছুটি নিশ্চিত করেছি।
বিজিএমইএ বলছে, চলমান কারখানাগুলোর মধ্যে মাত্র একটি (স্টাইল ক্র্যাফট) ছাড়া সব কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়েছে। ওই কারখানাটির শ্রমিকরা যাতে বেতন পান এ নিয়ে কাজ চলমান আছে। আর বিকেএমইএ বলছে, সদস্যভুক্ত শতভাগ কারখানা মালিক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেই ছুটি দিয়েছে।
শিল্পপুলিশের তথ্য বলছে, সারাদেশে মোট ৭ হাজার ৮২৪টি বিভিন্ন কারখানার মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করেছে ৯০ থেকে ৯৫ শতাংশ কারখানা। আর বোনাস পরিশোধ করেছে ৫৫ শতাংশ কারখানা। হিসাব বলছে, এখনো ৪৫ শতাংশ কারখানা বোনাস দেয়নি। আর ৫ শতাংশ কারখানায় বেতন হয়নি।
এর আগে চলতি মাসের ১৩ তারিখ শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বলেছিলেন, ১৯ জুলার মধ্য কারাখনা বেতন দিতে হবে মালিকপক্ষকে। আর যেসব কারখানা মালিক বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হবেন, তাদের বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হবে।
পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর মতে চলমানকৃত শতভাগ কারখানা মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।
এ প্রসঙ্গে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিজিএমইএ সদস্যদের প্রায় শতভাগ কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে। সোমবার পর্যন্ত ৫টি কারখানা বেতন-বোনাস বাকি থাকলেও চারটি কারখানা পরিশোধ করেছে। একটি কারখানা এখনো পরিশোধ করতে পারেনি, তবে আমরা চেষ্টা করছি যাতে পরিশোধ হয়। আশা করি,আগামীকালের মধ্যেই সেটির বেতন-বোনাস পরিশোধ হবে।
বিকেএমইএর পরিচালক ও ফতুল্লা অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, বিকেএমইএর সদস্যভুক্ত চলমান ৮১৪টি কারখানায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ হয়েছে। এসব কারখানার ৩০ শতাংশ কারখানায় চলতি জুলাই মাসের ১৫ দিনের বেতনও পরিশোধ করেছে।
তিনি বলেন, কোনো ধরনের অভিযোগ ছাড়াই শতভাগ কারখানা মালিক বেতন এবং বোনাস পরিশোধ করেছে।
বেতন-বোনাস প্রসঙ্গে শ্রমিকনেতা প্রকাশ দত্ত বলেন, কয়েকদিন আগেও সংবাদপত্রের রিপোর্ট ও গোয়েন্দা প্রতিবেদনমতে বহু কারখানা ঝুঁঁকিতে রয়েছে। আজ দুদিনের মধ্যেই কিভাবে সব কারখানার বেতন-বোনাস পরিশোধ হলো আমরা বুঝতে পারছি না।
জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত কারখানা ছাড়া ছোট মাঝারি অধিকাংশ কারখানায় বেতন-বোনাস হয়নি। শ্রমিকরা বেতন-বোনাস ছাড়াই এত বড় ঈদ পার করবেন। এটা খুবই দুঃখজনক। সরকারের উচিত হবে এসব কারখানার মালিকদের আইনের আওতায় নিয়ে আসা।
তিনি আরও বলেন, এসব কারখানা দেখভালের কেউ নেই। জোর দাবি জানাব শ্রম অধিদপ্তর যেন এসব কারখানাগুলোর দায়দায়িত্ব নেয়। এসব কারখানার দেখভালের দায়িত্ব শ্রম অধিদপ্তরের।
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- চ্যাটজিপিটির উত্তরে দেখাচ্ছে ‘গ্রকিপিডিয়া’র তথ্য
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট
- ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
- নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি



