ভিসির বাসভবনের সামনে ভোট বর্জনকারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণে জালিয়াতির অভিযোগ ও প্রার্থীদের ওপর হামলার ব্যাখ্যা দাবি করে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ভোট বর্জনকারী প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা।
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনিয়ম, হয়রানি ও ভোট কারচুপির অভিযোগ এনে ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলন, স্বাধিকার স্বতন্ত্র জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা।
এর পর ছাত্রদলের পক্ষ থেকেও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়। তাঁরা এই নির্বাচনকে ‘কালো নির্বাচন’ বলে অভিহিত করেন। এর প্রতিবাদের আগামীকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরই ভোট বর্জনের ঘোষণা দেয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়।
মধুর ক্যান্টিন থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ছাত্রসংগঠনগুলো মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রথমে ছাত্রদল ভিসির বাসার সামনে গিয়ে অবস্থান নেয়। পরে অন্যান্য ছাত্রসংগঠনও সেখানে জড়ো হয়। তারা ভোটে নানা কারচুপির অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন। তারা উপাচার্যের বিরুদ্ধেও স্লোগান দেন। তারা বলেন— প্রহসনের নির্বাচন ছাত্রসমাজ মানে না। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, যে ভিসি ছাত্রলীগের সেই ভিসি চাই না।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী ফারুক হোসেন বলেন,ডাকসুর ভোটে নজিরবিহীন জালিয়াতি ও প্রার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্যের ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।
এদিকে ভোট বর্জনের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকে ছড়িয়ে-ছিটিয়ে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। টিএসসি মোড়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যেও শিক্ষার্থীরা জড়ো হয়ে ভোটে অনিয়মের অভিযোগ এনে স্লোগান দেন।
এই নির্বাচনে মোট ভোটার ৪৩ হাজার ২৫৫ জন। আর ডাকসুর ২৫টি পদের বিপরীতে মোট ২২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি হলে নির্বাচিত হবেন ১৩ জন করে। সেই হিসাবে ১৮ হল সংসদে প্রার্থী রয়েছেন মোট ৫০৯ জন।
-জেডসি
- বিশ্বকাপ জয় প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য নেইমারের
- ঋণের চাপে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
- আগের ফর্মে ফেরত আসলাম: মিষ্টি জান্নাত
- ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা
- ‘ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়’
- পুলিশ সদস্যের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
- বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে
- ‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’
- ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে উগ্রবাদের স্থান হবে না’
- দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
- সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
- যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন চুক্তি
- শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন?
- দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা
- প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
- কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা
- সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি
- গণভোট নিয়ে নানা শঙ্কা
- ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ
- বরের জুতা লুকানোয় সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে
- খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
- নারী সাংবাদিকতার সংগ্রাম ও সম্ভাবনার দলিল
- ‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’
- পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল
- নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের
- আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার
- উসকানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় হামলা: উদীচী
- ‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী থাকা গুরুত্বপূর্ণ’
- তদন্তে জানা গেল, মেসিকে আনতে কত খরচ করেছে ভারত
- ফেসবুকে লিংক শেয়ারকারীদের জন্য দুঃসংবাদ









