ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৮:৪৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুর : দুই নারীকে সেলাই মেশিন দান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:০৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

মাদারীপুর শহরে আত্মকর্মসংস্থানে সহায়তা করতে  খুকুমনি ও রাশিদা বেগম নামে দুই নারীকে দুটি সেলাই মেশিন দেয়া হয়েছে। শহরের পুরানবাজারের টুম্পা ইলেক্ট্র কর্ণারে শনিবার দুপুরে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

 

 

শহরের ২নম্বর শকুনী এলাকার মৃত মো. হাশেম আলী খানের মেয়ে খুকুমনি ও পুরানবাজারের মমিন উদ্দিন বেপারীর মেয়ে রাশিদা বেগম।

 


স্বেচ্ছাসেবি সংগঠন নকশি কাথার আয়োজনে ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে ৩৭তম এই সহযোগিতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী।

 


মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইজনের হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন।

 


এ সময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা অফিসার নুর মোহাম্মদ, সাংবাদিক সুবল বিশ্বাস, ফ্রেন্ডস অভ নেচারের র্নিবাহী পরিচালক রাজন মাহমুদ, চাকুরীজীবী জাহাঙ্গীর ভূইয়া, মিজান, স্বেচ্ছাসেবক বিজয় বিশ্বাস, রাজু বিশ্বাস, ব্যবসায়ি মিজানুর রহমান প্রমুখ।

 

 

 

খুকুমনি ও রাশিদা বেগম বলেন, অনেকদিন ধরে সেলাই কাজের প্রশিক্ষণ নিয়েও একটি মেশিনের অভাবে কাজ করতে পারেনি। এখন এই মেশিনটি পেয়ে আমাদের খুব উপকার হলো। বাড়িতে বসেই জামা-কাপড় তৈরি করে টাকা আয় করতে পারবো। এমনকি পরিবারকেও সহযোগিতা করতে পারবো।

 

 

তারা আরো বলেন, যাদের আর্থিক সহযোগিতায় আমরা সেলাই মেশিন পেলাম, সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞা জানাই।

 


প্রধান অতিথি মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন বলেন, ফেসবুকের মাধ্যমে একটু একটু করে আর্থিক অনুদান সংগ্রহ করে অসহায়দের সহযোগিতা করছেন সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী। এটা খুবই ভালো উদ্যোগ। এসব ভালো কাজে সবার এগিয়ে আসা উচিত।



উল্লেখ্য, সেলাই মেশিন কেনার জন্য মাদারীপুর সমিতির সভাপতি ইতালী প্রবাসী জনি মিয়া ৭ হাজার টাকা, ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদ ১ হাজার ৩’শ টাকা, মাদারীপুর ধুরাইলের ইতালী প্রবাসী আরিফুল ইসলাম ১ হাজার ৭’শ টাকা, শহরের শকুনী এলাকার সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান ৩ হাজার ও সাংবাদিক এস এম আরাফাত হাসান ২ হাজার টাকা দান করেন।