ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৩:৪৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় ঢাকা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে (ইউএস) আহ্বান জানিয়েছে ঢাকা।  
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার নিউইয়র্কে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এবং ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আগত অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই আহ্বান জানান। 
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কোভিড-১৯ পরিস্থিতির সময়ও বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন আলম।
প্রতিমন্ত্রী বাংলাদেশ ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দুর্বল দেশগুলোর জলবায়ু চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ  মোকাবেলায় ঢাকার অগ্রণী ভূমিকার কথা বলেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উত্থাপিত হয়। তিনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিজ ভূখন্ডে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ীভাবে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
দ্বিপাক্ষিক বিষয়ে আলম বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনী রাশেদ  চৌধুরীকে হস্তান্তরের বিষয়টি উত্থাপন করেন।
শেরম্যান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং আগামী দিনে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।
বৈঠকে আলম দক্ষিণ ও মধ্য এশিয়ার নবনিযুক্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত ডোনাল্ড লুকেও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অংশ নিতে প্রতিমন্ত্রী এখন নিউ ইয়র্কে রয়েছেন।