ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১২:৩০:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু আজ হজের ফ্লাইট শুরু ৯ মে পুলিৎজার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস চলে গেলেন ১৯৭৮ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ মেনোত্তি হজের ভিসায় সৌদি সরকারের নতুন নিয়ম

যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে ৮১ শিশু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে বাংলাদেশের ৮১ শিশু।

সোমবার (১৭ জানুয়ারি) আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।


আসক জানায়, আত্মহত্যা করা শিশুদের মধ্যে ৮ জনের বয়স ৭ থেকে ১২ বছর। ৬৬ শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকিদের বয়স সুনির্দিষ্টভাবে জানা না গেলেও তা ১৮ বছরের কম। তবে মামলা হয়েছে মাত্র ১৯ জনের মৃত্যুর ঘটনায়।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ৫৯৬ জন শিশু মারা গেছে। এসব ঘটনায়, মোট ২৩৫টি মামলা হয়েছে।

নিহত শিশুদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১১২ শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনে মারা গেছে ১২৭ জন শিশু।

আসকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত শিশুদের মধ্যে ১৭ জনকে এসিড ছুঁড়ে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর উদ্ধার হয়েছে ১২৪ জন শিশুর মরদেহ।

আসক জানায়, প্রতিবেদনটি প্রস্তুতের জন্য তারা দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক এবং নিউজ পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করেছে।