ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:২১:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

রাজধানীতে নারী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তর বাড্ডার গুদারাঘাট এলাকায় নিজ বাসায় নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারসহ যথাযথ শাস্তির দাবিও জানিয়েছে নারীবাদি সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে আজকের বিভিন্ন জাতীয় দৈনিকের বরাতে বলা হয়, গত ৬ জানুয়ারি ঘটনার শিকার নারী ও স্বামী আয়ান ফারাজ বাপ্পিকে নিয়ে উত্তর বাড্ডার একটি বাড়ির দোতলায় ভাড়া বাসায় থাকছিলেন। স্বামী আয়ান ফারাজ বেসরকারি একটি এয়ারলাইন্স ও নিহত নারী সেভেন রিং সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। গত ১৩ মার্চ আয়ান ফারাজ বাপ্পি নিজের অফিস থেকে বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন।  

বিবৃতিতে আরো বলা হয়, নারী ও কন্যার প্রতি সহিংসতা, বর্তমানে নিজ বাসস্থান, রাস্তা-ঘাট, গণপরিবহণসহ সর্বত্র নারী ও শিশু ধর্ষণ, হত্যা, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা, যৌন নিপীড়নসহ নানা ধরণের নির্যাতনের ঘটনা বেড়েছে। যে কারণে নারী ও শিশুর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করছে। এরূপ পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।

বিবৃতিতে নারীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারাদেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।