ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৩:৪৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শতবর্ষী ১৬ গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে ইউরোপীয় পর্যটক দল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের নামিদামি ব্র্যান্ডের শতবর্ষী ১৬টি গাড়ি ও দুটি মোটরসাইকেল নিয়ে ৪৩ জনের একদল বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণে এসেছেন। আন্তঃদেশীয় ইস্ট হিমালয়ান কার র‌্যালিতে অংশ নেওয়া পর্যটকরা গত রোববার (৬ নভেম্বর) সকালে ভারতের ডাউকি সীমান্ত হয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন সম্পন্ন করে বাংলাদেশ আসেন। 

গত  মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে এসে পৌঁছান। সারাহ রিসোর্টে রাত্রিযাপন শেষে বুধবার সকালে তারা পাবনার উদ্দেশ্যে রওনা হন। পাবনায় এক রাত থেকে যশোর হয়ে কলকাতা পৌঁছানোর কথা রয়েছে এই পর্যটক দলের।

বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিকশিত করতে দ্য জার্নি ওয়ালেট প্রথমবারের মতো আন্তঃদেশীয় শতবর্ষী গাড়ির এই শোভাযাত্রার আয়োজন করে।

কানাডা, সুইজারল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স ও পোল্যান্ডের নাগরিকরা দীর্ঘ এ ভ্রমণে অংশ নিয়েছেন। শত বছরের পুরোনো মডেলের গাড়ি নিয়ে ভ্রমণপিপাসু পর্যটকরা প্রতি বছর এই অ্যাডভেঞ্চার শোভাযাত্রা করে থাকেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে পর্যটক দল যার যার দেশের পতাকা নেড়ে গাজীপুরের সারাহ রিসোর্টে এসে পৌঁছান। এ সময় বাহারি রং আর ডিজাইনের এসব গাড়িতে থাকা ভ্রমণকারীদের স্বাগত জানান স্থানীয় উৎসুক জনতা। এক রাত্রিযাপন শেষে ৪৩ জনের পর্যটক দল বুধবার সকালে সারাহ রিসোর্ট থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হন বলে জানান গাজীপুরের সারাহ রিসোর্টের মহাব্যবস্থাপক (জিএম) আহমেদ রাকিব।

তিনি বলেন, ভিনদেশি এসব পর্যটকরা আমাদের রিসোর্টে আসায় আমরা খুবই খুশি। আশা করি তাদের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তারা বাংলাদেশের পরিবেশ, আতিথেয়তায় মুগ্ধ। 

ভ্রমণকারী দলের কো-অর্ডিনেটর মো. মতিউর রহমান বলেন, ভ্রমণকারী দল বুধবার সকালে গাজীপুর থেকে পাবনা এসেছেন। রাতে পাবনার রূপকথা রিসোর্টে থাকবেন। এরপর এখান থেকে যশোর যাবেন। আগামী শনিবার (১১ নভেম্বর) পর্যটক দল যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় যাবেন।

দ্য জার্নি ওয়ালেটেরে ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, অংশগ্রহণকারীরা নিজেরা পরিকল্পনা করেছেন বাংলাদেশের কোথায় কোন পথে যাবেন। তাদের অনেক গাড়ি ৮০ থেকে ১০০ বছরের পুরোনো। তারা বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য দেখে অভিভূত। শুক্রবার (১১ নভেম্বর) বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে এই পর্যটক দল। এখানে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭৬ বছর।

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে। ২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।