ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১১:৩৩:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুরোধ নাকচ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৬ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও ক্ষমা করে দেয়ার অনুরোধ নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

আজ বুধবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভায় আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাধারণ ক্ষমা ঘোষণা ও গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার জন্ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বোর্ড অব ট্রাস্টির (বিওটি) সদস্যরা অনুরোধ করেন।

 

কিন্তু শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন যারা ‘অপরাধ করেছে’ তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

 

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই সভার আয়োজন করে।

 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী সভায় বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারাই অপরাধ করুক না কেন, মাফ করে দেন। জেনারেল অ্যামনেস্টি দিয়ে দেন। তাহলে তারা সঠিক পথে ফিরে আসবে। বাইরে থেকে যারা উসকানি দিয়েছে, শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে, তাদের খুঁজে বের করুন।

 

অধ্যাপক মান্নান বলেন, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী হওয়ায় ‘অনেক ক্ষেত্রে সংঘাত এড়িয়ে যাওয়া’ সম্ভব হয়েছে।

 

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আমিনুল হক শিক্ষার্থীদের ক্ষমার দাবি জানিয়ে বলেন, আমরা দেখতে চাই, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যাদের রিমান্ডে নিয়েছে, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

সোমবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘বহিরাগতদের’ হামলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের বুঝিয়ে রাখতে পারব। বাইরে থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষতি যেন কেউ করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন পদক্ষেপ নেয়।

 

এছাড়াও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মণসহ আরও কয়েকজন শিক্ষার্থীদের ক্ষমা করার আহ্বান জানান।

 

সরকারি বিশ্ববিদ্যালয়ের মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো পদক্ষেপ নেয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেয়-সেই দাবিও সভায় তুলে ধরেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

 

বনানীর সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে যোগাযোগ করে পদক্ষেপ নেয়ায় সেখানে কোনো সংঘাত হয়নি মন্তব্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বেশি সামনে এগিয়ে পদক্ষেপ নেয়, তাহলে উত্তেজনা আরও বাড়ে, কমে না।

 

উপাচার্যদের এসব বক্তব্যের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নিরপরাধ কোনো শিক্ষার্থীকে যেন কোনোভাবে হয়রানি করা না হয় তা তিনি দেখবেন। তিনি প্রশ্ন রাখেন, কেউ যদি আইনে প্রমাণিত হয়, বা আইনের মাধ্যমে বের হয় সে অন্যায় কাজ করেছে, কিংবা অপরাধ করেছে, তাকে কে মাফ করে দেবে?

 

মন্ত্রী বলেন, যারা গুজব ছড়িয়েছে, ঘটনাটাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, সেখানে যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরাতো তা বন্ধ করে দিতে পারি না।

 

স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরদিন আর আন্দোলনে যায়নি মন্তব্য করে নাহিদ বলেন, পরদিন ছাত্র-ছাত্রীরা নামেনি। দেখলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে যায়। এর মধ্যে আন্দোলন ঘিরে ফায়দা হাসিলের চেষ্টা চলে। ফোনে নির্দেশ দেওয়া হয়, আপনারা দেখেছেন। তার মানে এটাকে কেউ না কেউ উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করেছে।

 

উপাচার্যদের বক্তব্যের সূত্র ধরে শিক্ষামন্ত্রী বলেন, “কথা আসছে- সবাইকে মাফ করে দেন। আমরা কে এখানে মাফ করে দেওয়ার। আমিতো আগেই বলে দিলাম, সমাধান হয়ে গেছে আগের দিন। এখানে যদি কেউ উদ্দেশ্যমূলক যায়, সেটা কে মাফ করবে? আইন দেখবে সেটা।”

 

জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ও পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসিতে একটি সেল খোলার আহ্বান জানান কয়েকজন উপাচার্য।

 

সে প্রসঙ্গে নাহিদ বলেন, নরমালি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসির যোগাযোগ আছে, শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা উইং আছে। জরুরি পরিস্থিতির জন্য একটি সেল আমরা শিগগিরই করে দেব।

 

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা কোনো সময় সমর্থন করব না। আপনারাও করেননি। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

 

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলো আইনের আলোকে পরিচালনার নির্দেশনা দিয়ে বলেন, কেউ ফ্ল্যাট ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন। কেউ সনদ বাণিজ্য করেছেন। এখানে কোনো ব্যবসা নয়, শিক্ষায় অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ করুন। মালিক নন, উদ্যোক্তা হোন।

 

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইয়াসমিন আরা, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করীম প্রমূখ বক্তব্য রাখেন।