ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৩:৩২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

শিশু ধর্ষণের পর হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জের রামনাথপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রিয়াদ প্রধান নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই সময় আরেক আসামি ধলি বেগমকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক মোস্তফা পাভেল রায়হান ডিজিটাল পদ্ধতিতে এই আদেশ দেন।

রায় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুন উপজেলার দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী চুমকিকে আম দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন রিয়াদ প্রধান। পরে তাকে হত্যা করে লাশ নিজ খাটের নিচে পুতে রাখেন। এ কাজে তাকে সহযোগিতা করেন তার বাড়ির কাজের মেয়ে ধলি বেগম। ঘটনার চার দিন পর ১৭ জুন খাটের নিচ থেকে চুমকির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চুমকির বাবা শাহজাহান আলী মামলা দায়ের করেন।

২০১৬ সালের ১২ ডিসেম্বর পুলিশ আদালতে চার্জশিট দেয় এবং ২০১৭ সালের ৩০ নভেম্বর আদালত চার্জ গঠন করে। দীর্ঘ চার বছর ১৯ জন সাক্ষীর শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

বাদিপক্ষের আইনজীবী কাওছার আলী জানান, আমরা সন্দেহাতীতভাবে রিয়াদের বিষয়ে আদালতে প্রমাণ করতে পেরেছি। আদালত রিয়াদের ফাঁসির আদেশ দিয়েছেন। এতে আমরা সন্তুষ্ট। আমরা চাই রায় দ্রুত কার্যকর করা হোক। এছাড়া ধলি বেগমের বিষয়ে আমরা আপিল করবো।

এদিকে, এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাজিবুর রহমান লাইজু।

চুমকির বাবা শাহজাহান আলী জানিয়েছেন, রিয়াদের ফাঁসির শুধু আদেশ হলো। আমরা চাই দ্রুত তার ফাঁসি হোক। আর এ ঘটনায় ধলি বেগম জড়িত ছিল। তাকে কেন শাস্তি দেয়া হলো না বিষযটি নিয়ে আমরা আপিল করবো।

-জেডসি