ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন আনল স্যামসাং

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ০৫। এটি কম দামের ফোন হলেও থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। 

ব্ল্যাক, লাইট গ্রিন এবং সিলভার রংয়ে কেনা যাবে এই স্মার্টফোন।  এই ফোন কেনা যাবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে। টপ ভেরিয়েন্টে থাকছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। 

স্যামসাংয়ের নতুন এই ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশন থাকছে। এলসিডি ডিসপ্লের গ্যাজেটটিতে ১৬০০*৭২০ পিক্সেল রেজুলেশন মিলবে। 

ফোনটি পরিচালনার জন্য থাকছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। স্টোরেজ ১ টেরবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। 

অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এই হ্যান্ডসেট। 

ছবি তোলার জন্য এর মেইন ক্যামেরা দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল। সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ডেপথ শুটার। ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এবার আসা যাক ফোনের ব্যাটারিতে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটির সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন এই স্মার্টফোনে। থাকছে ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি, ব্লুটুথ ৫.৩, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং ৪জি সাপোর্ট।

এই ফোনের সুরক্ষার জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটির এন্ট্রি ভেরিয়েন্ট পাওয়া যাবে ১৪ হাজার টাকার মধ্যে। টপ ভেরিয়েন্ট কিনতে আরও দুই হাজার খরচ করতে হবে।