সিনেট নির্বাচনে প্রার্থী হচ্ছেন ট্রাম্পের পুত্রবধূ লারা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পুত্রবধূ লারা ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ পুত্রবধূ লারা ট্রাম্পকে যুক্তরাষ্ট্র সিনেট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।
এই ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। ট্রাম্প জানান, লারা ট্রাম্প ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, "লারা নর্থ ক্যারোলাইনাতেই জন্মেছে ও বড় হয়েছে। যদিও এখন সে ফ্লোরিডায় বাস করে, তবে মানসিকভাবে সে সবসময়ই নিজেকে নর্থ ক্যারোলাইনার মনে করে।"
লারা ট্রাম্প হলেন ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। পেশাগতভাবে তিনি একজন টেলিভিশন উপস্থাপিকা এবং রাজনীতির মঞ্চেও তার সরব উপস্থিতি রয়েছে। তিনি ফক্স নিউজে ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে গঠিত রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার হিসেবেও কাজ করেছেন তিনি।
মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবিত কর সংস্কার ও অভিবাসন বিলটি সিনেটে উত্থাপন করা হয় এবং তা পাশও হয়েছে। এই বিলের আওতায় ধনীদের জন্য কর ছাড় এবং দরিদ্রদের জন্য স্বাস্থ্যবিমার বাজেট কমানোর প্রস্তাব ছিল। কিন্তু নর্থ ক্যারোলাইনার বর্তমান সিনেটর থম টিলিস এই বিলের বিপক্ষে ভোট দেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলছে, এ কারণেই টিলিসের প্রতি অসন্তুষ্ট ট্রাম্প তার জায়গায় নিজের পুত্রবধূ লারাকে প্রার্থী করতে চাইছেন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কিছু রাজ্য ডেমোক্রেটিক বা রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত। তবে কিছু রাজ্যে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়— যেগুলোকে বলা হয় 'সুইং স্টেট'। নর্থ ক্যারোলাইনা এই শ্রেণিতে পড়ে এবং এখানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের শক্ত অবস্থান থাকায় এই রাজ্যের প্রতিটি আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
পুত্রবধূ লারাকে সিনেট নির্বাচনে প্রার্থী করে ট্রাম্প যেন আরও একবার প্রমাণ করলেন, তিনি রাজনীতিতে পরিবারকেও কৌশলগতভাবে ব্যবহার করতে জানেন। একদিকে তিনি থম টিলিসের বিরোধিতা থেকে রেহাই পাচ্ছেন, অন্যদিকে তার পরিবারের ঘনিষ্ঠ কেউ সিনেটে গেলে ভবিষ্যতের রাজনীতিতে তার প্রভাব আরও সুদৃঢ় হবে।
যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক রাজনীতির আলোচনায় ট্রাম্প পরিবার বারবার এসেছে। লারা ট্রাম্পের সিনেট প্রার্থিতা সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে দিল। নর্থ ক্যারোলাইনার ভোটারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে, কারণ লারা ট্রাম্প শুধু একজন প্রার্থী নন— তিনি ট্রাম্প পরিবারের একজন সক্রিয় মুখপাত্রও।
তথ্যসূত্র: রয়টার্স
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা











