ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২৩:২১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

সেলফিতে ঠোঁট বাঁকা করেন কেন?

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

ফেসবুকের প্রধান অনুষঙ্গ সেলফি। দেখা যায় নারীরা তাদের কোন কোন মুহূর্ত বা অবস্থান জানাতে বিশেষ মুখভঙ্গি করে সেলফি তোলেন। এর কারণ কী? সামাজিক বিদ্রোহ, নাকি সমাজ-সংসারের প্রতি ভেংচি? নাকি এর কোনটিই নয়! কেউ কি বলতে পারেন?

বাংলাদেশে ফেসবুকের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ছে সেলফি তোলার প্রতিযোগিতাও। তাই ফেসবুকে সেলফির এই মুখভঙ্গি দেখে অনেকেই হয়তো বিরক্ত। কিন্তু কেউ ব্যাপারটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না!

এই বিশেষ মুখভঙ্গিটির কেতাবি নাম ‘পাউট’। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারির মতে— ‘to show displeasure by thrusting out the lips’। কিন্তু সেলফি তুলতে কেন এমন মুখভঙ্গি করতে হচ্ছে, সেটি ভাবার বিষয়। কী এমন ডিসপ্লেজার বা অসন্তোষের ঘটনা ঘটল যে, সেলফি তুলতে গেলেই এই মুখভঙ্গি করতে হবে?

শুধু নারীরা নন, কিছু পুরুষও এভাবে সেলফি তুলে আপলোড করেন। অনেকেই জানান, এটা একটা ট্রেন্ড। কিন্তু ট্রেন্ডেরও তো একটা সৌন্দর্য থাকে। এর সৌন্দর্য কোথায়? নাকি বিকৃত মানসিকতার পরিচয়?

কেউ কেউ মনে করেন, এর পেছনে নাকি কাজ করছে যৌন আবেদন তৈরির অভিপ্রায়। এই মুখভঙ্গিকে চুম্বনের মহড়া বলে মনে করেন তারা। কারণ এই ভঙ্গিমায় ঠোঁট পূর্ণরূপে দৃশ্যমান হয়।