ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ১০:১৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে’ বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

হত্যার পর বাক্সের ভেতর লুকানো হয় শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৭ জানুয়ারি ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার আতাইকুলায় নিখোঁজের একদিন পর সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ চাচাতো ভাইয়ের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় শিশুর চাচাতো ভাই ফয়সালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমান আতাইকুলা থানার সাদাল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের ও আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ হাশেমের সন্তান।

পারিবারিক সূত্র জানায়, সোমবার শিশুটি নিখোঁজ হয়। পরে জনৈক ব্যক্তি মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে পুলিশে জানায় তারা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্দেহভাজন শিশুটির চাচাতো ভাই ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ তাকে হত্যার কথা স্বীকার কর। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।