ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৬ জুন ২০২৫ সোমবার

সোনিয়া গান্ধী।  ছবি: সংগৃহীত

সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত

পেটের সমস্যা নিয়ে ভারতের কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (১৫ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে গত ৭ জুন রাজ্যসভার এ এমপি হিমাচল প্রদেশের শিমলায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছু ছোটখাট স্বাস্থ্য সমস্যাজনিত চেক-আপে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে সেসময় জানিয়েছিলেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (গণমাধ্যম) নরেশ চৌহান।

সোনিয়া গান্ধীর অবস্থা আপাতত স্থিতিশীল উল্লেখ করে গঙ্গা রাম হাসপাতাল জানিয়েছে, চিকিৎসকরা তার সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

হিন্দু লিখেছে, শিমলা থেকে ফিরে গত সোমবারই কংগ্রেসের এ সাবেক সভাপতি গঙ্গারাম হাসপাতালে মেডিকেল চেক-আপ করিয়েছিলেন।

এর আগে ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে দিল্লির এ হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বেশ কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান ৭৮ বছর বয়সী এ রাজনীতিক।

২০১১ সালের অগাস্টে ক্যান্সারের কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল তার। ২০২২ সালে দুইবার করোনায়ও আক্রান্ত হন তিনি।