হ্যাটট্রিক জয়ে শীর্ষে অজি মেয়েরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টানা তিন জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে মেগ ল্যানিংয়ের দল।
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে আসর শুরু করেছিল সাউদার্ন স্টার্সরা। পরে অ্যালিস পেরি-মেগ ল্যানিংদের কাছে একে একে ধরাশায়ী হল পাকিস্তান ও নিউজিল্যান্ড।
রবিবার কিউইদের মুখোমুখি হয়ে প্রস্তুতি ম্যাচে হারের শোধ আসল লড়াইয়ে দারুণভাবে তুলেছে অস্ট্রেলিয়া। ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে, বড় লক্ষ্য ছুঁড়ে তাসমানপাড়ের প্রতিবেশীদের ১২৮ রানে আটকেছে তারা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরু করেন দুই অজি ওপেনার র্যাচেল হায়নেস ও আলিসা হেলি। ৩৭ রানের মাথায় উইকেটরক্ষক-ব্যাটার হিলি ১৫ রান করে ফিরলে জুটি ভাঙে। কিউই তোপে পরে ১৯ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে তাদের সেরা তিন ব্যাটারকে।
অধিনায়ক মেগ ল্যানিং করেন ৫ রান, বড় স্কোর গড়তে ব্যর্থ হন র্যাচেল (৩০ রান)। তিনে নামা অ্যালিস পেরি তখন বেথ মুনিকে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি। ১১৩ রানে মুনি ৩০ করে ফিরলেও আসরে প্রথম অর্ধশতক তুলে নেন পেরি।
৮৬ বলে ছয় চার ও এক ছক্কায় ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন অজি অলরাউন্ডার পেরি। স্কোরবোর্ডে পরে রানের ধারা ধরে রাখেন তাহিলা ম্যাকগ্রেথ ও অ্যাসলেইগ গার্ডনার। ম্যাকগ্রেথ ৫৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফেরেন। ইনিংস শেষ করে আসেন গার্ডনার।
শেষদিকে স্বাগতিক বোলারদের বেদনার কারণ হয়ে দাঁড়ান ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার গার্ডনার। অজিদের আড়াইশ ছাড়ানো লক্ষ্য এনে দিতে ১৮ বলে খেলেন ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। ২৪ মিনিটের তাণ্ডবে গার্ডনার চারবার করে বল উড়িয়ে ও আছড়ে ফেলেন সীমানার বাইরে।
জবাবে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক নিউজিল্যান্ড। ওপেনারদের ব্যর্থতা ধারাবাহিক হয় মিডল হয়ে লোয়ার অর্ডারেও। ডারিচ ব্রাউন থেকে গার্ডনার হয়ে অস্ট্রেলিয়ান বোলাররা সম্মিলিতভাবে তোপ দাগেন।
তিনটি উইকেট নেন ব্রাউন, দুটি করে উইকেট নেন আমান্ডা ও গার্ডনার, ম্যাচসেরা পুরস্কার জেতা অ্যালিস পেরি ১৮ রান দিয়ে ফেরান কিউই অধিনায়ককে। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর স্বাগতিকরা ৫০ রানের আগেই হারায় শুরুর ৫ উইকেট।
কিউইদের অল্পতে গুটিয়ে যাওয়া থেকে রক্ষা করেন চারে নামা অ্যামি সাটার্থওয়েট। বাঁহাতি ব্যাটারের মাটি কামড়ে থাকা ৬৭ বলে ৪৪ রানের ইনিংসে শতরান পার করে নিউজিল্যান্ড। ১২১ রানে সাটার্থওয়েট নবম ব্যাটার হিসেবে ফিরলে আর সাত রানের মধ্যে অলআউট হয়ে যায় স্বাগতিক দলটি।
চলতি বিশ্বকাপে এপর্যন্ত সর্বোচ্চ ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে ৪ পয়েন্ট নিয়ে ভারত, দুই ম্যাচের দুটিতে হেরে সাত নম্বরে বাংলাদেশ।
১৫ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন পেরি-মেগরা। দুদিন পর সাউথ আফ্রিকার বিপক্ষে সাউদাম্পটনে নামবে নিউজিল্যান্ড।
- ২৪ ঘণ্টা স্বল্পচাপ থাকবে তিতাস গ্যাসের
- মেলায় দুই নারীকে চেয়ার দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল
- সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী
- থাইল্যান্ডের রানি জিতলেন সোনা, পদক দিলেন রাজা
- রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
- মোস্তাফিজকে ‘পুরো আইপিএলের জন্য’ এনওসি দিল বিসিবি
- নলছিটিতে শোকের মাতম
- যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৭
- কিশোরী ধর্ষণের শিকার
- রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত নারী
- গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- শুধু ইউটিউবে দেখা যাবে অস্কার
- শীতে ত্বক ভালো রাখতে যেসব উপাদান এড়িয়ে চলবেন
- ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
- ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
- কলার থোড় খেলে যেসব উপকার হয়
- এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই
- শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
- মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার
- ‘ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে’
- যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
- এমবিবিএস–বিডিএস ভর্তি শুরু ৩০ ডিসেম্বর
- বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত
- মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর
- ‘শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না’
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- ছাপানো শেষ হলো প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক
- বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
- খুনের ৭ মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত











