আবরার, আমাদের তুই ক্ষমা করিস না বাবা: মাহমুদা আকতার
মাহমুদা আক্তার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ এএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার
নিহত আবরার। ছবি : ফেসবুক থেকে।
আবরারের হত্যা নিয়ে এক একটা সংবাদ পড়ছি আর ভয়ে কুঁকড়ে যাচ্ছে। একটু আগে এক পত্রিকায় হত্যার আসামি ইফতি মোশাররফ ওরফে সকালের জবানবন্দি পড়লাম। পড়তে পড়তে আমি কেঁদে উঠেছি। কষ্টে ফেটে যেতে চাইছে বুকটা। ড্রাকুলার মতো নির্মম এরা কারা, এতটা নিষ্ঠুর ওরা কীভাবে হলো, এত অল্প বয়সে এত নিষ্ঠুরতা কীভাবে সম্ভব। এভাবেও কি একজন মানুষকে, মাত্র ২১ বছর বয়সের এক তরুণকে পেটানো যায়? এভাবে তো মানুষ একজন চোরকেও পেটায় না। অথচ সহপাঠীরা, রোজ ঘুম ভেঙে প্রথমে তো তাদের সঙ্গে দেখা হতো তার। ঘুমাতে যাওয়ার আগেও তাদের চেহারাই দেখতো সে। প্রতিদিন কলেজের কড়িডোরে, ক্যাম্পাসে, ক্লাসে, লাইব্রেরিতে ওরাই তো ছিলো তার নিত্যসঙ্গী। অথচ তাকে এভাবে পেটাতে একটুও বুক কাঁপলো না তাদের। আমরা অর্থ আর শ্রম দিয়ে কি রকম একটা অমানুষ প্রজন্ম তৈরি করছি!
আমরা তো আমাদের সন্তানদের কোনো মানবিক শিক্ষা দেইনা। অন্যদের সঙ্গে তুলনা করে সারাদিন তাদের কানের কাছে কেবল বলি, ‘পড়, পড়, আরো পড়তে হবে। মা-বাবা আর আত্মীয়-স্বজনদেরও একই কথা,‘বাবা, তোকে ফার্স্ট হতে হবে। বড় চাকরি নিতে হবে। বিসিএস পরীক্ষায় টিকতে হবে।’তাহলে তো এমনই হবে। আমরা বাবা-মােয়েরা ছেলেদের বুয়েটে ভর্তি করিয়েই ভাবি সব দায়িত্ব শেষ। ছেলেকে স্বর্গের সিড়িতে পৌঁছে দিলাম, আর কোনো চিন্তা নাই। দু দিন পর পাস করে বিদেশ চলে যাবে, তারপর তো খালি টাকা আর টাকা। শুনতে খারাপ লাগলেও অনেকটা এরকমই আমাদের অভিবাবকদের মানসিকতা। এজন্য বুয়েতে ভর্তি হয়ে ছেলেটা বা মেয়েটা কি করছে সে খবরও তারা রাখার প্রয়োজন বোধ করেন না। আবরার হত্যায় ধৃত আসামিদের কয়েকজনের বাবা-মায়ের প্রতিক্রিয়া বেরিয়েছে পত্রিকায়। সেখানে তাদের সবার একই কথা, ছেলেরা যে ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছে, সাধারণ ছাত্রদের ওপর টর্চার করছে, এটা তারা জানেনই না! কী করে জানবেন, তারা তো ভাবছেন ছেলে আবার মস্ত ইঞ্জিনিয়ার হচ্ছে, সারাদিন শুধু পড়ছে আর পড়ছে। হায় ভবিতব্য!
অভিভাবদের আপনি কি দোষ দিবেন বলুন! তারা তো বুয়েট প্রশাসনের হাতে ছেলেদের তুলে দিয়ে গেছেন। ভেবেছেন বুয়েজের এত এত দিগগজ পণ্ডিত তারাই তো আমাদের বাচ্চাদের নিজের সন্তানদের মতো দেখে রাখবেন। কিন্তু তাদের ভূমিকাটি কি? দিনের পর দিন ছাত্রলীগের ছেলো‘টর্চার রুমে’নিয়ে ছাত্রদের পেটাচ্ছে অথচ তারা সে খবর জানেনই না। তাহলে হলগেুলোতে প্রভোস্ট থাকার দরকার কি। তাদের সব হম্বি তম্বি কেবল সাধারণ ছাত্রদের সঙ্গে! রাজনীতি করলে সেই ছেলেদের কিছু বলা যায় না! ভিসি থেকে শুরু করে সব শিক্ষকরা সেসব তথাকথিত সেইসব নেতাদের সমীহ করেন। তাই আবরার হত্যার দায় তারা কিছুতেই এড়াতে পারেন না, এখন যত মায়াকান্নাই কাঁদুন না কেন।
সেইদিন এই হল প্রশাসন যদি একটু সচেতন হতেন, একটু যদি খোঁজখবর নিতেন তাহলে হয়তো আবরারকে এভাবে মরতে হতো না। অবশ্য এমনটা হলেই বা কি হতো, তখন হয়তো আহত আবরারকে শিবির পরিচয় নিয়ে রাতের অন্ধকারে চিরদিনের মতো হল ছেড়ে চলে যেতে হতো। এরপর হয়তো তার বাবা এসে ভিসি বা প্রভোস্টের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেন। বলতেন,‘স্যার, দয়া করেন, আমার ছেলেকে আরেকবার সুযোগ দিন, আবরারের জীবনটা নষ্ট হয়ে যাবে।’জানি, তখনও আবরারের বাবার কান্নায় মন গলতো না এইসব শিক্ষকদের। তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির সিদ্ধান্তের বাইরে গিয়ে আবরারকে হলে ফিরিয়ে নিতে পারতেন না। তার চেয়ে এই ভালো হয়েছে আবরার, তুই মরে গিয়ে সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছিস। কবরের নির্জতায় নিশ্চিন্তে শুয়ে থাক তুই। সেখানে আর কেউ তোকে শিবির সন্দেহে জিজ্ঞাসাবাদ করবে না। তোর মোবাইল, ল্যাপটপে আতিপাতি করে খুঁজবে না তুই সরকার বা ভারতের বিরুদ্ধে কি স্ট্যাটাস দিয়েছিস। তাই আশা করি কবরে তুই ভালোই থাকবি আবরার।
তাই বলে তুই কিন্তু ওদের কাউকে ক্ষমা করিস না। শুধু ঘাতকদের নয়, এই বুয়েট, ভিসি, শিক্ষক, প্রশাসন, এই রাষ্ট্র, সমাজ অথর্ব সুশীল কাউকে নয়। আমাদের কাউকে তুই ক্ষমা করিস না।
১১ অক্টোবর ২০১৯
লেখক : সিনিয়র সাংবাদিক
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
- আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬
- প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- বন্যায় সহায়তা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী - নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি

