ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

এখনও চলছে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা রোধে এখনও টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ২৯২ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ২৫১ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৩৯৫ জন।

যদিও বিশেষ ক্যাম্পেইনের পর এই দুই ডোজ আর পাওয়া যাবে না বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে গত একদিনে টিকার প্রথম ডোজ নিয়েছেন লক্ষাধিক মানুষ। অধিদপ্তর সূত্র বলছে, যৌক্তিক কারণে কেউ টিকা থেকে বাদ পড়লে, তাদের জন্য টিকার ব্যবস্থা রয়েছে। টিকা নিতে আসলে কাউকে ফিরিয়ে দেওয়া হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে এক লাখ ১৭ হাজার ৪৬০ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৮১০ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৪৫ হাজার ৫৬০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, টিকা ক্যাম্পেইনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখনও টিকা কেন্দ্রগুলোতে প্রচুর মানুষ আসছে। টিকার ব্যাপারে দিন দিন মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।

তিনি বলেন, যৌক্তিক কারণে কেউ টিকা থেকে বাদ পড়ে থাকলে তাদের জন্য টিকার ব্যবস্থা আছে। আমরা হয়তো আর কোনো ক্যাম্পেইনের আয়োজন করবো না। তবে বাদ পড়া ব্যক্তিরা হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। এমনকি এখন যারা প্রথম ডোজ নিচ্ছে, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষিত থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।