ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১৪:০১:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো ‘আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না’ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে ইইউ নেতানিয়াহুকে ‘কড়া’ ভাষায় গোপন বার্তা হোয়াইট হাউসের

এমপিওভুক্তির ঘোষণা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১০ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসবে।

শিক্ষামন্ত্রী বলেন, কতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে এই মুহূর্তে সংখ্যাটা বলতে পারছি না। তবে এই সপ্তাহেই তা করা হবে। আমাদের কার্যক্রম চলছে।

বাজেট প্রসঙ্গে দীপু মনি বলেন, জনগণের উপযোগী যে বাজেট করার কথা সে ধরনের করা হয়েছে। সত্যিকার অর্থেই এই বাজেট জনকল্যাণমুখী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে দুই হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ শুরু হয়। এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রায় ১৫০টি, উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি রয়েছে।