ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১১:৩৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

করোনায় আক্রান্ত ১২৮ জন, রাজধানীতে ১১৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ১১৪ জন। আর বাকি আক্রান্ত ১৪ জন ঢাকার বাইরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় এসব আক্রান্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আগের দিন দেশে ১০৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। তার আগের ভাইরাসটি শনাক্ত হয়েছিল ৭১ জনের শরীরে।

এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। অপর দিকে মারা যাওয়ার সংখ্যা অপরিবর্তিত রয়েছে। দেশে মোট ২৯ হাজার ১৩১ জন মারা গেছেন।

সোমবার (১৩ জুন) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি এসব প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৬ হাজার ৬৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।