ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৭:২৫:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া বিজয় দিবসে পতাকা হাতে বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ‘দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়’

করোনায় মারা গেলেন শিক্ষাবিদ নাজমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার

ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী 

ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী (৭৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, তিনি কোভিড পজিটিভ ছিল। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ সকালে ইন্তেকাল করেছেন। বাদ আসর (রোববার) গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে অধ্যাপক নাজমা চৌধুরী দুই মেয়ে রেখে গেছেন। তার স্বামী সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী ২০০৪ সালে মৃত্যুবরণ করেন।

অধ্যাপক নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে তার।

নাজমা চৌধুরী ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। ২০০৮ সালে তিনি একুশে পদক পান।