ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৭:১২:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

চার মাসে প্রায় ৭ লাখ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২২ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে গত চার মাসে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত ও আটজনের মৃত্যু হয়েছে।শনিবার (২১ মে) রা‌তে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে সবচেয়ে বেশি ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জন ডায়রিয়ার আক্রান্ত হয়। তার আগের মাসে (মার্চ) আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন। সবমিলিয়ে গত ৪ মাসে ডায়রিয়ার আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন।

জেলার হিসা‌বে গত ৪ মাসে ঢাকায় সবচেয়ে বেশি ২৭ হাজার ৩৪৩ জন ডায়রিয়ার আক্রান্ত হয়েছে। এরপরেই রয়েছে ঝিনাইদহ। এ জেলায় ২৩ হাজার ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সবচেয়ে কম ১ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছে লালমনিরহাট জেলায়।

মৃত্যু আটজনের মধ্যে ময়মনসিংহ জেলায় বেশি মৃত্যু হয়েছে। এই জেলায় মারা গেছে তিনজন। কক্সবাজার জেলায় মারা গেছে দুজন। লক্ষ্মীপুর, বান্দরবান ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।