প্রথম রোজায় বাজারে আগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৭ পিএম, ২০ মে ২০১৮ রবিবার
আজ শুক্রবার থেকে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমযান শুরু। আজ সাপ্তাহিক ছুটি ছাড়াও রোজার দিন থাকায় সকালে বাজারে লোক সরগরম অনেকটাই কম দেখা গেল। তবে বাজারে সব পণ্যের দাম বাড়তি। ক্রেতারা বলছেন, প্রথম রোজায়ই বাজারে আগুণ লেগেছে। বাকী এক মাস কি অবস্থা দাড়াবে তা সময়ই বলে দেবে।
এদিকে ব্যবসায়িরা বলছেন, আজ বেলা বারার সাথে সাথে দাম ক্রমান্বয়ে বাড়বে। প্রতি বছরই প্রথম রমজানের দিন একই ঘটনা ঘটে থাকে।
রাজধানীর খুচরা বাজার, রাজধানীর বাইরের খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা যায়, গতকালকে থেকে আজ সকাল পর্যন্ত কিছু কিছু জিনিসের দাম চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এর মধ্যে প্রথমেই আসে রোজার অপরিহার্য বেগুন ও শসার দাম। ভাল মানের শসার দাম প্রতি কেজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। দাম ইফতারের আগে আরও বাড়তে পারে। এদিকে কাচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। গতকালও যা ছিলো ৬৫ থেকে ৭০ টাকা কেজি। ধনেপাতা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি।
সালাদের আরেক উপকরণ টমেটোর শশার মতই দাম। ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে টমেটো। আর বেগুনতো বর্তমানে সব্জির রাজা, যার দামের কাছে সবাই ভাজা ভাজা। প্রতিকেজি গোল বেগুন ১১০ থেকে ১২০ টাকা ও লম্বা বেগুন ১০০ থেকে ১১০ টাকায় বেচাকেনা হচ্ছে বাজারগুলোতে। লেবুর দাম প্রকার ভেদে হালি হিসেবে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
বেগুনের বাড়তি দাম নিয়ে কথা বলতেই কলাবাগানের ফরহাদুল ইসলাম নামের এক বিক্রেতা বলে উঠলেন, ‘বেগুনের দাম কই আর বেশি। ১০০ থেকে ১২০ টাকায় বেচাকেনা হচ্ছে। আজকে যত সময় যাইবো দেখবেন গোল বেগুন ১৫০ থেকে ১৬০ টাকাও হয়ে যেতে পারে। প্রতিবছরই রোজাতেই তো এমন হয়,এ আর নতুন কি।
রমজানের আরেক ইফতারি আইটেম আলুর দাম কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। এছাড়াও অন্যান্য সব্জির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সেগুলোর দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। অনেকেই ইফতারিতে পাকা কলা খান। পাকা সবড়ি কলা এখন হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত।
দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪৫, রসুনের দাম বেড়ে ১০০ থেকে ১২০, চিনি ৬৫ থেকে ৭০ এবং চীনা আদার দাম ১২০ টাকা, দেশি আদার দাম ১৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া ছোলার কেজি ৮০ থেকে ৯০ টাকা,চিনি ৬০ থেকে ৬২ টাকা,খেজুর কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকা, মুড়ি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সয়াবিন তেলের দামও বাড়তির দিকে।
দামবৃদ্ধি অব্যাহত আছে মাছের বাজারেও। এই প্রসঙ্গে মাসুদ খন্দকার নামে এক ক্রেতা বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশ তো মানা হচ্ছে না। মাংস বিক্রি হচ্ছে ৫০০-৫১০ টাকা কেজি। খাসির মাংস ৭৫০-৭৮০, ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ ও দেশি মুরগি ৩৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আজ বাজারের প্রকৃত চিত্রটা পাওয়া যাবে ইফতারের আগে।
- বিশ্বকাপ জয় প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য নেইমারের
- ঋণের চাপে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
- আগের ফর্মে ফেরত আসলাম: মিষ্টি জান্নাত
- ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা
- ‘ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়’
- পুলিশ সদস্যের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
- বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে
- ‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’
- ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে উগ্রবাদের স্থান হবে না’
- দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
- সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
- যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন চুক্তি
- শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন?
- দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা
- প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
- কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা
- সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি
- গণভোট নিয়ে নানা শঙ্কা
- ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ
- বরের জুতা লুকানোয় সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে
- খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
- নারী সাংবাদিকতার সংগ্রাম ও সম্ভাবনার দলিল
- ‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’
- পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল
- নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের
- আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার
- উসকানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় হামলা: উদীচী
- ‘বিশ্বসেরা হতে ইয়ামালের বান্ধবী থাকা গুরুত্বপূর্ণ’
- তদন্তে জানা গেল, মেসিকে আনতে কত খরচ করেছে ভারত
- ফেসবুকে লিংক শেয়ারকারীদের জন্য দুঃসংবাদ





