ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ২:১০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্যোগ ঢাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট এবং সুনামগঞ্জসহ দেশের আরও কয়েকটি জায়গায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীকে সাহায্য করার লক্ষ্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এ উদ্যোগ নেন। বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অর্থ সংগ্রহের কাজ শুরু করতে চান তারা।

শিক্ষার্থীদের এ উদ্যোগ বাস্তবায়ণে ‘বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা’ শিরোনামের সম্মিলিত একটি ব্যানারে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে এ কার্যক্রম চালাবেন তারা। এছাড়াও অন্যান্য সব মহল চাইলে সেখানে ‌‌অনুদান দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, টিএসসি, কার্জন হলসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণে কাগজের বক্স বানিয়ে অর্থ তুলতে খুব শীগ্রই মাঠে নামবেন ঢাবি শিক্ষার্থীরা।

এ উদ্যোগের সমন্বয়কারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুবেল বলেন, ‘দেশের জনগণের অর্থে পরিচালিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সাধারণ মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ উদ্যোগ। আশা করছি সবার সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগোতে পারবো।’

সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, ‘দেশের যেকোন ধরনের দুর্যোগে, ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বরাবরের মতো চলমান এ দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে আমাদের এ উদ্যোগ।’

সহযোগিতা করতে ইচ্ছুক আগ্রহী ব্যক্তিরা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে চাইলে তাদের জন্য নিম্নোক্ত দুটি মোবাইল নাম্বার দেয় হয়: ০১৯৩৪-৪৬০০৫০ ০১৮৪৩-২১৫৩৭৪