ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:৫১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

বিশ্ব করোনা: শনাক্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু দুই হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৬৭ হাজার ৫১৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ২ হাজার ২৫০ জনের।

শনিবার (৩০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৮৩৪ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৫৯ হাজার ১১০ জনের। সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৮৭৯ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৪৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৩ জন এবং শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৯৯৩ জন। ইতালিতে আক্রান্ত ৫৮ হাজার ৮৬১ জন এবং মৃত ১৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত ৫০ হাজার ৫৫১ জন এবং মৃত ১৫৮ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৫০ হাজার ৫৫১ জন এবং মৃত ১৩৬ জন। যুক্তরাজ্যে মৃত ২১৬ জন এবং আক্রান্ত ৭ হাজার ৭১০ জন। ব্রাজিলে মৃত ১৯৫ জন এবং আক্রান্ত ১৪ হাজার ১২২ জন। রাশিয়ায় মৃত ১৬১ জন এবং আক্রান্ত ৭ হাজার ৭১০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।