ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৫৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

মেডিকেল ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বে ৩৩ জন 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চলতি বছর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে ১ এপ্রিল অনুষ্ঠিতব্য এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এ বছর মোট ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। হিসাবে অনুযায়ী, প্রতি আসনে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও গতকাল বুধবার পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি'র টাকা জমা নেওয়া হয়।

জানা গেছে, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে গত বছর আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন।
 
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখা) পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবিব জানান, আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলছে। এরই মধ্যে সারাদেশে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল ভর্তি পরীক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে সহায়তা করতে বলা হয়েছে। মেডিকেল ভর্তি সংক্রান্ত কমিটি সার্বিক বিষয়ে দেখভাল করছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসন সংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।