ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ০:৩১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে

জয়পুরহাট: প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন চার লাখ বই পাবে

নতুন বছর জয়পুরহাট জেলার প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা  চার লাখ নতুন বই পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ১ জানুয়ারি বই উৎসব চলে দেশের সকল বিদ্যালয়ে।

এ কারণে জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে ৪ লাখ এক হাজার ৫ শ ৯৪ টি নতুন বই। বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠবে শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে এক লাখ ৩ শ ৬৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে ৪ লাখ এক হাজার ৫ শ ৯৪ টি নতুন বই। ইতোমধ্যে জেলার প্রতিটি বিদ্যালয়ে ২০২১ শিক্ষা বর্ষের নতুন বই পৌঁছানোর কাজ চলছে ।

জয়পুরহাটে সরকারি প্রাথমিক ও কিন্ডার গার্টেনসহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৬ শ ৩৭ টি। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লাখ ৩ শ ৬৬ জন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭১ টি, পরীক্ষণ বিদ্যালয় ১ টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ১৩৩ টি, কিন্ডার গার্টেন বা কেজি স্কুল ১০৪ টি, নন রেজি: বিদ্যালয় ৯ টি, উচ্চতর মাদ্রাসা সমন্বিত ১ টি ও অন্যান্য বিদ্যালয় ১৮টি।

মহামারি করোনা কারণে এবার বই উৎসব হবে না। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকরা বিদ্যালয়ে এসে বই নিতে পারবেন বলে জানান, সহকারি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন।