পাটের আবাদ বেড়েছে গোপালগঞ্জে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চলতি খরিপ-১ মৌসুমে গোপালগঞ্জে ২৮৬ হেক্টরে পাটের আবাদ বদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালকের দপ্তর জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ১৪০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সরকারি প্রণোদনা পাট বীজ পাওয়ার পর আবহাওয়া পাট চাষের অনুকূলে ছিল। তাই জেলার কৃষক ২৪ হাজার ৩৯৬ হেক্টর জমিতে পাটের আবাদ করেছে। বাজারে পাটের দাম ভালো থাকায় কৃষক পাট চাষ বৃদ্ধি করেছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালকের দপ্তর সূত্রে জানাগেছে, চলতি বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার ১২৫ হেক্টর, মুকসুদপুরে ৮ হাজার ৫০৫ হেক্টর, কাশিয়ানীতে ৮ হাজার ১৫০ হেক্টর , কোটালীপাড়ায় ৮৫০ হেক্টর ও টুঙ্গিপাড়ায় ১ হাজার ৫১০ হেক্টর সহ মোট ২৪ হাজার ১৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
কৃষক গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার ১৮৩ হেক্টর, মুকসুদপুরে ৮ হাজার ৫৯৪ হেক্টর, কাশিয়ানীতে ৮ হাজার ১৮০ হেক্টর , কোটালীপাড়ায় ৮৮৯ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার ৫৫০ হেক্টর সহ মোট ২৪ হাজার ৩৯৬ হেক্টরে পাটের আবাদ হয়েছে।
আবাদকৃত পাটের জাতের মধ্যে দেশিপাট ২৫ হেক্টরে, তোষাপাট ২৩ হাজার ৮১৬ হেক্টরে ও মেস্তাপাট ৫৫৫ হেক্টরে আবাদ হয়েছে। জেলায় পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ হাজার ২৩২ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, চলতি খরিপ মৌসুমে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ১৮ হাজার কৃষককে পাটে প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া বাজারে পাটের দাম ভালো রয়েছে। আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকায় কৃষক লক্ষ্যমাত্রার চেয়ে ২৮৬ হেক্টর জমিতে পাটের আবাদ বৃদ্ধি করেছেন। ২৪ হাজার ৩৯৬ হেক্টর জমিতে ৫১ হাজার ২৩২ মেট্রিক টন উৎপাদিত হবে বলে ওই কৃষি কর্মকর্তা জানান।
গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক ছাব্বির হোসেন (৩৫) বলেন, আমি গত বছর ২ একর জমিতে পাটের আবাদ করেছিলাম। বাম্পার ফলনের পর পাটের ভালো দাম পেয়েছিম। এ বছর কৃষি বিভাগ থেকে প্রণোদনার পাট বীজ পেয়েছি। আবহাওয়া পাট চাষের পক্ষে ছিল। তাই এ বছর ৩ একর জমিতে পাটের আবাদ করেছি। ক্ষেতে পাটের অবস্থা ভালো দেখা যাচ্ছে। আশা করছি এ বছর পাট বিক্রি করে লাভের অন্তত দেড় লাখ টাকা ঘরে তুলতে পারব।
মুকসুদপুর উপজেলার গোহালা গ্রামের পাট ব্যবসায়ী সজল সাহা বলেন, পাটকলগুলো প্রতিযোগিতা করে পাট কিনেছে। তাই কৃষক গত বছর পাটের ভালো দাম পেয়েছেন। এখনো বাজারে পাটের ভালো দাম রয়েছে। এ কারণে কৃষক পাটের আবাদ বৃদ্ধি করেছেন। এ বছরও কৃষক পাটের ভালো দাম পাবেন বলে আশা করছি।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি


