ঢাকা, সোমবার ১৫, ডিসেম্বর ২০২৫ ১৭:০৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলার শঙ্কা ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান-বডিগার্ড বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ১৬

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই ২৪ জুলাইয়ের মধ্যে পৌঁছে যাবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটসহ দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের হাতে ২৪ জুলাইয়ের মধ্যে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরইমধ্যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে বলেও জানান তিনি।

সকালে সিলেট জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুততম সময়ে সংস্কার কাজ শুরু হবে এবং বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

এসময় শিক্ষামন্ত্রী, শিক্ষক নিগৃহীত হওয়ার ব্যপারে সমাজের সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে মাদ্রাসা শিক্ষায় ধর্মীয় চারটি বিষয়ের সাথে সাধারণ শিক্ষার আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে; যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা কোনভাবে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে না পড়ে। মাদ্রাসা কিংবা সাধারণ শিক্ষায় ধর্মীয় কোন বিষয় বাদ পড়েনি বলেও জানান তিনি।

এসময় সিলেটের জেলা প্রশাসক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।