ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৬:২২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যা জানিয়েছে ভারত মা-মেয়ে হত্যা : সেই গৃহকর্মীর দোষ স্বীকার অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৌষের শুরুতে নওগাঁয় জেকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মিরাজুল ইসলাম জানান, গত দিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। গতকালও জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকালে তা প্রায় চার ডিগ্রি নিচে নেমে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ঠান্ডা হিমেল বাতাস থাকায় কুয়াশা কিছুটা কম। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা দিয়েছে। আর গতদিন থেকে রৌদ তাপ কম থাকায় ঠান্ডা বেশি পড়ছে। আগামী কয়েক দিন জেলায় তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে বলে আশঙ্কা বদলগাছি আবহাওয়া অফিসের।

এদিকে শীতে ছোট-বড় বৃদ্ধ সকলেই কষ্ট পাচ্ছে। শীতজনিত নানান রোগে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এ ছাড়া ঠান্ডায় সময়মতো কাজে না যেতে না পারায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চাষিরা।