সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার
সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু
সারাদেশে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে আজ শুক্রবার নতুন পাঠ্যপুস্তক বিতরণ-২০২১ কার্যক্রম শুরু হয়েছে।
বাসসসের সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
মেহেরপুর : সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও জেলা প্রাশমিক শিক্ষা অফিসের আয়োজনে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথামক বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপত্তিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল জুমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উদ্বোধন করেন।
জেলা প্রথমিক শিক্ষা আফিসার মহা. ফজলে রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( প্রশাসন) মো. তাজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. পল্লব ভট্টাচার্য, বিএম মডেল সরকারি প্রাথামক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম, রঘুনাথপুর কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, বিভিন্ন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিসহ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১২ লাখ ৬৬ হাজার ৯৪ টি বই বিতরণ করা হবে।
নড়াইল : জেলায় ২০২১ শিক্ষা বর্ষে মাধ্যমিক পর্যায়ে ১১লাখ ৯৩ হাজার পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে এবতেদায়ী ১ লাখ ২৩ হাজার ৫৮৬টি, মাধ্যমিক পর্যায়ে ৮লাখ ৬৬ হাজার ২৩০টি, মাদ্রাসা পর্যায়ে ১ লাখ ৭৫ হাজার ৫৬১টি, এস,সসি ভোকেশনাল ১১ হাজার ৬১৬টি, দাখিল ভোকেশনাল ৮ হাজার ৭৪৭টি বই বিতরণ করা হচ্ছে।
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষকগণ, সীমিত আকারে শিক্ষার্থী ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।
নওগাঁ : প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৪১ লাখ ৭ হাজার ৩০৩ টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ২৪ হাজার ৮৩০টি বই বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে বই উৎসব শুরু হয়েছে।
সকাল ১০টায় শহরের হাটনওগাঁ উচ্চ বিদ্যালয়ে স্বস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ।এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার নায়ার সুলতানা, হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ পরাণ নয়নসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়ন পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করে ১২ দিনব্যপী বই উৎসব শুরু হয়েছে। নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবিব বই উৎসবের উদ্বোধন করেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা ইমরোজ-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। প্রথম দিনে প্রতি শ্রেণীর ৩ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।
- জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ
- ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
- লন্ডনের পথে ডা. জোবাইদা
- নজরকাড়া লুকে কেয়া পায়েল
- প্রথম নারী এমডি পেল ডিএসই
- ব্যাডমিন্টনে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের জুমার-ঊর্মির
- হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সীমিত থাকবে
- হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক বরখাস্ত
- মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত
- ঝুঁকি এড়াতে ওয়েবক্যামে যা করা প্রয়োজন
- কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?
- নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ!
- ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’
- ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
- ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
- সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী
- প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- শুধু ইউটিউবে দেখা যাবে অস্কার
- শীতে ত্বক ভালো রাখতে যেসব উপাদান এড়িয়ে চলবেন
- নলছিটিতে শোকের মাতম
- রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত নারী
- ২৪ ঘণ্টা স্বল্পচাপ থাকবে তিতাস গ্যাসের
- ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর
- আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের
- গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ
- কিশোরী ধর্ষণের শিকার
- রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
- মেক্সিকোর সংসদে নারীদের চুলোচুলি-মারামারি








