ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২৩:২০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

সারাদেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৩৯ ডেঙ্গুরোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৩৪ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৮৯ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে নয় জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন আট জন।

সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯৭৯ জন।

এ বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয় জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিন জন , মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন এবং ২০ ডিসেম্বর পর্যন্ত রোগী ভর্তি হন ৯৯৪ জন।


এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০১ জনের মধ্যে জুলাই ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বর সাত জন এবং ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়।