ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদি গুলিবিদ্ধ সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফুটবলের রাজা পেলে 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

ফুটবল কিংবদন্তি পেলে

ফুটবল কিংবদন্তি পেলে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উপশমসেবা দেওয়া হচ্ছে ফুটবল কিংবদন্তি পেলেকে (৮২)। তাঁর শরীরে কেমোথেরাপি কাজ না করাতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো।

২০২২ কাতার ফিফা বিশ্বকাপের মধ্যেই ব্রাজিল থেকে আসছে এক দুঃসংবাদ। অসুস্থ কিংবদন্তি ফুটবলার পেলে। শোনা যাচ্ছে কাজ করা বন্ধ করেছে মহান ফুটবলারের অঙ্গ-প্রত্যঙ্গ। ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের উত্তেজনা ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে। ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের রাউন্ড ১৬। তবে নকআউট পর্ব শুরুর আগেই কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপের মাঝেই ব্রাজিল থেকে আসছে এক দুঃসংবাদ। এই খবর ব্রাজিলসহ ফুটবলের সকল ভক্তদের মন খারাপ করে দিয়েছে। কিংবদন্তি ফুটবলার পেলে বর্তমানে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের মতে, তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর অসুস্থতা কতটা জটিল, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা।

ইএসপিএন ব্রাজিল পেলের অবস্থা উদ্বেগজনক বললেও সে খবর সঠিক নয় বলে জানান পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে, তা সত্য নয়।

নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পেলের মেয়ে কেলি নাসিমেন্তো সংবাদ মাধ্যমকে জানান।

পেলেকে “ফুটবলের রাজা” বলা হয়। তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে গণ্য করা হয়। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।