ঢাকা, শনিবার ৩১, জানুয়ারি ২০২৬ ৯:৫৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের সন্তানদের মধ্য দেশীয় সংস্কৃতি তুলে ধরতে না পারলে তারা অন্য সংস্কৃতিতে আকৃষ্ট হবে। তাই দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।

বুধবার (১১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে নাট্যকার আনন জামানের বাড়িতে এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, অভিনেতা ও কণ্ঠশিল্পী শিমুল ইউসুফ, নাট্যকার আনন জামান প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় গ্রাম থিয়েটার মঞ্চ হলে আমাদের সংস্কৃতি নতুন করে জাগরণ ঘটবে। বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য আছে তাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারব।

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, ভাষা ও সাহিত্য। ভাষার জন্য আমাদের বিরাট ত্যাগ আছে, যা বিশ্ব স্বীকৃত। আমরা যেন সংস্কৃতির অতীত হারিয়ে না ফেলি। এ জন্য গ্রাম থিয়েটার ফেডারেশন যেমন কাজ করছে, তেমনি সারা দেশে সংস্কৃতিকর্মীরাও কাজ করছেন। তৃণমূলে সংস্কৃতিকর্মীদের উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই আমাদের সংস্কৃতির ভান্ডার আরও সমৃদ্ধ হবে।