ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ১:০০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে যে বার্তা দিলেন পেলে 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন ৮২ বছর বয়সী বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৯ নভেম্বর তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। কেমোথেরাপি ব্যর্থ হলে এই কিংবদন্তিকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুঞ্জন। অবশেষে তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন মৃত্যুর গুঞ্জন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে দেখা তাকে শক্তি দেয়।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমি অনেক আশাবাদ নিয়ে শক্ত আছি, বেঁচে আছি। আমি নিয়মিত চিকিৎসা নিচ্ছি। এ জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে মেডিকেলের ডাক্তার ও নার্সদের।

শনিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে তিনি নিজেই গণমাধ্যমে বিবৃতি দেন। আর এর মধ্য দিয়ে তার ভক্ত-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা দূর হয়।

এদিন বিবৃতিতে তিনি ব্রাজিল দলের সমর্থনে বার্তা দিয়ে জানান, বিশ্বকাপে ব্রাজিলের খেলা তাকে প্রচুর জীবনীশক্তি দেয়।

এরআগে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, এখনো তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।

ইনস্টাগ্রামে পেলে বলেন, আমার বন্ধুরা, আমি চাই সকলে শান্ত ও ইতিবাচক থাকুন।'

পেলেই বিশ্বে একমাত্র খেলোয়াড় যার তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই বড় ধরণের রেকর্ড করে বসেন তিনি। ওই বছর ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান পেলে। এরপর ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপেও শিরোপা জিতেন তিনি।

সূত্র: বিবিসি