ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ৩:৩১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহান বিজয় দিবস দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’

রাজধানীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগের একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ মে) বেলা সোয়া দুইটার দিকে রাজারবাগ জোরা মসজিদ গলির ষষ্ঠ তলার ভাড়া বাসার একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত হোসনে আরা আক্তার (১৯) শরীয়তপুরের সখীপুর উপজেলার রশিদ দেওয়ানপুর গ্রামের রাজমিস্ত্রি মো. জামালের মেয়ে। পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, সকালে মেয়েটির বাবা বাজার করতে যান। বাসায় ফিরে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। 

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, মেয়েটির মা আট মাস পূর্বে মারা যান। মায়ের মৃত্যুর পর থেকেই তিনি মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। তার বাবা মো. জামাল আরেকটি বিয়ের ব্যাপারে আলোচনা করছেন। শুক্রবার মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল তার। 

বাবার সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তসাপেক্ষে ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে বলেও জানায় পুলিশ।