ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:০৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

রেকর্ডকন্যা অসি ক্রিকেটার ম্যাগ ল্যানিং

সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২৫ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

নতুন এক রেকর্ড করলেন এক নারী ক্রিকেটার। সবচেয়ে কম ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি করার রেকর্ড এখন তার ঝুলিতে। তিনি অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং।

 

ওয়ানডে ক্রিকেটের ক্যারিয়ারে দ্রুততম সময়ের মধ্যে ১২টি সেঞ্চুরি তুলে নেয়ার ক্ষেত্রে সবার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। এরপর প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নাম। কিন্তু এখন এই রেকর্ডের মালিক ম্যাগ ল্যানিং।

 

কুইন্টন ডি কক ওয়ানডে ক্রিকেটে ১২ সেঞ্চুরি করেছেন ৭৪ ম্যাচে। এই মাইলফলক স্পর্শ করতে হাশিম আমলা খেলেছেন ৮১ ম্যাচ এবং ভারতের বিরাট কোহলি খেলেছেন ৮৩ ম্যাচ। সেখানে অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং খেলেছেন মাত্র ৬৮ ম্যাচ। পুরুষ কিংবা নারী ক্রিকেটের আর কোনো ক্রিকেটার এত দ্রুততম সময়ের মধ্যে ১২টি সেঞ্চুরি করতে পারেননি।

 


কুয়ালালামপুরে কিনরারা একাডেমি ওভাল মাঠে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্সশিপের ম্যাচে ল্যানিংয়ের সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে নতুন রেকর্ডটি করেন ল্যানিং।

 

ম্যাচে তিনি করেন সর্বোচ্চ ১২৪ রান। ১০৬ বলে ১৯টি বাউন্ডারির মার মারেন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। জবাবে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানি নারীরা।  শুধু এই রেকর্ডই নয়, রেকর্ডের পর রেকর্ড করেছেন বর্তমান অস্ট্রেলিয়ান নারী দলের এ অধিনায়ক।

 

২০১৭-২০১৮ সালের টি টুয়েন্টি ইন্টারন্যাশনালে এই সিজনে ২০০০ রানের রেকর্ড করেন ল্যানিং। যা কোন পুরুষ বা নারী খেলোয়াড় এই সিজনে করতে পারেনি।

 

ল্যানিং ক্রিকেটে তার ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে। স্থানীয় পর্যায়ে ক্লাবে খেলা শুরু করেন। ক্লাব পর্যায়ে প্রথম সেঞ্চুরী করেন ২০১১ সালে। কুইনল্যান্ড ফায়ার ক্লাবের বিপরীতে।

 

২০১০ সালে টিটুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আর্ন্তজাতিকভাবে ক্রিকেটে অভিষেক ঘটে ল্যানিং এর। সে খেলায় মাত্র ১০ রান করলেও অস্ট্রেলিয়া দল ৪ উইকেটে জয় পায়।

 

ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে ২০১১ সালে। ওয়ানডে ক্রিকেটের প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও ইংল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে ১৪৮ বলে দুর্দান্ত ১০৩ রান করেন। মাত্র ১৮ বছরে এ শতক করার নতুন রেকর্ড করেন তিনি। এর আগে কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড় এত অল্প বয়সে এই স্কোর করতে পারেনি। এর আগের রেকর্ডটি ছিল রিকি পন্টিংয়ের দখলে। রিকি ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন। সে রেকর্ড ভাঙলেন ল্যানিং।

 

২০১৪ সালে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড টুয়েন্টিতে মাত্র ৬৫ বলে ১২৬ রান করেন। আজ পর্যন্ত কোর নারী ক্রিকেট খেলোয়াড় এত অল্প বলে এই রান করার রেকর্ড ভাঙতে পারেনি। ২০১৮ সালে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক নির্বাচিত হন।

 

এছাড়াও চ্যানেল নাইনের ক্রিকেট বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপকও ল্যানিং। নিজের সাফল্যের ব্যাপারে মুখ না খুললেও খেলার ধারাবাহিকতা বজায় রাখতে চান হালের সেলিব্রিটি ক্রিকেটার ম্যাগ ল্যানিং।