শাবিপ্রবিতে মোমের আলোয় মানচিত্র এঁকে শহীদদের স্মরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে হাজারো মোমবাতি দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে একসঙ্গে প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল, গোলচত্বর, চেতনা-৭১ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মানচিত্রের উপর মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ৭১ সালে মহান মুক্তিযোদ্ধের শহীদ সূর্য সন্তানদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শাবিপ্রবি প্রশাসন।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শাবিপ্রবির ব্যতিক্রমী এ আয়োজনে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মোমবাতি প্রজ্বলনের সময় ক্যাম্পাসের বাতির আলো নিভিয়ে দেওয়া হয়। এতে শোকে নিস্তব্ধ হয়ে উঠে পুরো ক্যাম্পাস। তবে ক্ষণিকের মধ্যে জ্বলে ওঠে মোমের আলো।
এ আলো যেনো মুহূর্তেই শোকের ছায়াকে শক্তিতে পরিণত করে তুলে। তাতেই মোমের আলোয় আলোকিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একা বা দলে বেঁধে, যে যেভাবে পারছেন অংশ নিয়েছেন। কেউ কেউ আবার বন্ধু-বান্ধব বা গ্রুপ করে ছবি তুলে নিজেদের স্মৃতিতে মজুদ করে রাখছেন।
অনেকে আবার পরিবার নিয়েও এ মোমবাতি প্রজ্জ্বলন উপভোগ করতে এসেছেন। মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে উজ্জীবিত মনে করেন অংশগ্রহণকারীরা।
এ আয়োজনের মধ্যদিয়ে জাতীয় চার নেতা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছেন।
শাবিপ্রবির আয়োজন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জায়েদা শারমীন বলেন, আলো মানেই শক্তি, আর সে শক্তিকে আরও রুপান্তরিত করতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছি। আমাদের পরবর্তী প্রজন্ম কোনদিন যাতে তাদের অবদানের কথা ভুলে যেতে না পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। যাদের রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে আমাদের এ আয়োজন।
এদিকে যথাযথ মর্যাদায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মহান দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, ৭টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করা হবে। পরে একই স্থানে সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১১টায় হ্যান্ডবল গ্রাউন্ডে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক আয়োজন করেছে শাবিপ্রবি প্রশাসন।
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- চ্যাটজিপিটির উত্তরে দেখাচ্ছে ‘গ্রকিপিডিয়া’র তথ্য
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট
- ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
- নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি










