ঢাকা, শনিবার ৩১, জানুয়ারি ২০২৬ ১:৩৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস জাতির পিতা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ডিজিটাল বাংলাদেশ আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হবে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার কন্যা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটা মানবিক দেশ। মানবিকতা, সহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা, পরম সহিষ্ণুতার চর্চা ও সহজ জীবনযাপন করেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া ও সোনার মানুষ হওয়া সম্ভব। আজ তার জন্মদিনে সবাই মিলে এই প্রত্যয় ব্যক্ত করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিরা।