ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যয়ন পত্র দিতে মাদ্রারাসাগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তি ও অন্যান্য প্রয়োজনে প্রত্যয়ন পত্র দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ইবতেদায়ী ৫ম শ্রেণিতে ২০২০ ও ২০২১ সালে যে সকল শিক্ষার্থী অধ্যয়ন করেছে তাদের পরবর্তী শ্রেণিতে ভর্তি ও অন্যান্য প্রয়োজনে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অত্র বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) এ সংক্রান্ত একটি নমুনা প্রত্যয়ন পত্র প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নমুনা প্রত্যয়ন পত্রের আদলে প্রত্যয়ন পত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সরবরাহ করার অনুরোধ করা হলো।’