ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৮:৩১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গোড়ালির চোটে বিশ্বকাপ অনিশ্চিত নেইমারের!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের প্রথম অভিযানে সার্বিয়ার বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে ব্রাজিল। রিচার্লিশনের জোড়া গোলের সুবাদে দুর্দান্ত জয় নিয়েই বিশ্বকাপের মিশন শুরু করেছে সেলেসাওরা। পুরো ম্যাচে তিতের দলের মুগ্ধতা ছড়ানো শৈল্পিক ফুটবলে ভক্ত সমর্থকরা বুদ হয়েছে। তবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচেই অস্বস্তির খবর ব্রাজিল শিবিরে। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপে খেলার অনিশ্চতায় পড়ে গেছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র!

শুক্রবার (২৫ নভেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচের শুরুর একাদশেই মাঠে নামেন নেইমার। দলের জয়ের দিনে সরাসরি গোলে অবদান রাখতে না পারলেও পুরো ম্যাচে লড়াইয়ে ব্রাজিলকে এগিয়ে রেখেছিলেন তিনিই। তবে দলের ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় গোড়ালিতে চোটে পড়েন নেইমার। ফলে ম্যাচের ৮০তম মিনিটে অ্যান্টনিকে মাঠে এনে তাকে তুলে নেন কোচ তিতে।

তবে মাঠ থেকে যখন তিনি বের হয়ে আসছিলেন, তখন পুরো ব্রাজিল দলের সবার চোখে-মুখেই চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। মাঠ ছাড়ার সময়কার ভিডিওতে দেখা যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন নেইমার। এমনকি তিনি মাঠ থেকে বের হওয়ার সময় স্ট্রেচারও সাথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে হেটেই মাঠ ত্যাগ করেন তিনি। তবে মাঠের সাইড বেঞ্চে আসার পর কাঁদতেও দেখা যায় এই তারকাকে।

২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের চোটে পড়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল নেইমার। এবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়লেন তিনি। হেক্সা মিশনের শুরুতেই সার্বিয়ান ফুটবলাররা ৯ বার ফাউল করেন নেইমারকে। যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ফাউলের ঘটনা। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়ের উল্লাসের চেয়ে বেশি দুশ্চিন্তায় ছাপ দেখা গেছে ব্রাজিলের স্বপ্ন সারথি প্রফেসর তিতের চোখে মুখে। তবে শিষ্য নেইমারের চোটের অবস্থা কতটা গভীর এবং পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কিনা, তার কিছুই জানেন না তিনি।