চবি ছাত্রীকে নিপীড়নের ভিডিও ছড়ানো বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও যেন না ছড়ায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মামলার তদন্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি নুর হোসেন শাওনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আজ নুর হোসেন শাওন নামে এক আসামি জামিন চেয়েছিলেন। তিনি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, ওই ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও যেন কোথাও ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে ব্যবস্থা নিতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মামলার তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন আদালত।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন- ভিকটিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী বুধবার আদালতে আসামি নুর হোসেনকে শনাক্ত করেছেন। নুর হোসেন প্রথমে তার পিঠে আঘাত করেছেন বলেও জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া আদালতকে জানিয়েছেন, ঘটনার পর থেকে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। এর পাশাপাশি ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে হলের দিকে ফিরছিলেন এক ছাত্রী। এসময় ওই ছাত্রী ও তার বন্ধুর দিকে হঠাৎ নজর পড়ে আসামিদের। তারা গিয়ে প্রথমে ছাত্রী ও তার বন্ধুকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে চাঁদা দাবি করেন। তাদের দুজনকে আটকে রেখে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন অভিযুক্তরা। মারধরের একপর্যায়ে ভুক্তভোগী ওই ছাত্রীকে বিবস্ত্র করে আসামিরা। এছাড়া শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে। এরপর তাদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছেড়ে দেয়।
এ ঘটনায় গত ২৩ জুলাই র্যাব-৭ মূল অভিযুক্তসহ চার জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, চবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুর হোসেন শাওন (২২) ও দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা মাসুদ (২২)। এরপর সাইফুল নামে আরও একজনকে গ্রেপ্তার করে র্যাব।
- ডেঙ্গুতে আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি
- সাগরপাড়ে ‘ভ্রমণকন্যা’ মিম, ছড়ালেন মুগ্ধতা
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- মিস সুইজারল্যান্ডকে হত্যার পর মরদেহ টুকরা করেন স্বামী
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- ‘প্রতারক পুরুষ’ নিয়ে যা বললেন অভিনেত্রী ভাবনা
- ফিফা র্যাংকিং: চার হারে আট ধাপ পেছাল বাংলাদেশ
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা
- ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
- গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার
- নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই : তানিয়া বৃষ্টি
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- ‘নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে’
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- নারীবাদীদের ‘দুশ্চরিত্রা’ বলে গালি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক থাকুন কিছু উপায়ে
- জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ হলেন ফাহমিদা খাতুন
- ভারতীয় বিমানে কবুতর, যাত্রীদের আনন্দ-উল্লাস







