ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৫৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

জীবনসঙ্গী আন্তনেলা : মেসির অনুপ্রেরণা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৭ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার

ফুটবল নিয়ে মেতে আছে গোটা বিশ্ব। আর ফুটবলের মধ্যমণি লিওনেল মেসিকে নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। কিন্তু খোদ মেসির মধ্যমণি কে? অবশ্যই তার জীবনসঙ্গী আন্তনেলা রোকুজ্জো। 

 

দুজনের ভালবাসার কাহিনী শুরু হয়েছিল মেসির ছেলেবেলা থেকেই। মেসির ছেলেবেলার খেলার সাথি ছিলেন আন্তনেলা রোকুজ্জো। আর্জেন্টিনার রোজারিওতে তাদের আলাপন শুরু। সে সময় পথেঘাটে ফুটবল খেলতেন মেসি।


মাত্র ১৩ বছর বয়সে মেসি চলে আসেন স্পেনে। ব্যয়বহুল হরমোন-চিকিৎসার জন্য বার্সেলোনায় ঠাঁই হলো বালক মেসির। সে সময় থেকে রোকুজ্জো থেকে ছিটকে পড়েন এ হিরো।


ওদিকে রোকুজ্জো স্কুল শেষ করলেন, পড়াশোনা করলেন ডায়েট নিয়ে। একটি ফিটনেস ক্লাবে চাকরি নিলেন।


এভাবে দুজনের দুটি পথ দু’দিকে গেল বেকে। এ সময় বহুদিন লিওনেল মেসির সঙ্গে রোকুজ্জোর কোন যোগাযোগ ছিল না।

দেখতে দেখতে ২০০০ সাল এসে পড়ে। এ বছর মেসি দুজন নারী মডেলের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। তাদের একজন লুজিয়ানা সালাসার, অন্যজন মাকারেনা লেমোস। এভাবে চলে ৭ বছর। ২০০৮ সালে মেসির মনে পড়ে গেল শৈশবের খেলার সাথির কথা। যোগাযোগ হলো ফের। দুজনেই বুঝলেন, তারা একে অপরকে বুঝতে পারছেন। প্রেমে পড়লেন তারা।

এরপর ২০০৯ সালে মেসি রোকুজ্জোকে বললেন, আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে আসতে। চলে এলেন রোকুজ্জো। ২০১২ সালে তারা ঘোষণা করলেন তাদের প্রথম সন্তান থিয়েগোর জন্মের সংবাদ। ২০১৫ সালে জন্ম নিল দ্বিতীয় সন্তান মাতেও। তারা বিয়ে করেন দুই সন্তানের জন্মের পর, ২০১৭ সালে। সে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেরার্ড পিকে, শাকিরা, জর্ডি আলবা, কার্লোস পুয়োল। বিয়ের কিছুদিন পরই মেসি-রোকুজ্জোর সংসারে আসে তৃতীয় সন্তান কিরো।


রোকুজ্জো সব সময়ই মেসির অনুপ্রেরণা হিসেবেই কাজ করেছেন। স্বামীর বিপদে আপদে সবসময় পাশে থেকেছেন। নিন্দুকের কোন কথাই কোন সময় কানে নেননি।


এবারের বিশ্বকাপেও তার প্রমাণ পাওয়া গেছে। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের জন্য প্রচুর সমালোচনা সইতে হচ্ছিল লিওনেল মেসিকে। সে সময় আবার রোকুজ্জো ব্যক্ত করেন, সব সময় তোমার পাশে আছি, এখন তো আরও বেশি করেই থাকব।


সম্প্রতি বুয়েন্স আর্য়ান্স থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রোকুজ্জো। অফুরন্ত ভালোবাসায় ভরপুর রোকুজ্জোর বার্তাটি এমন, ‘জন্মদিনে আমার ভালোবাসা। আমরা অনেক ভালোবাসি তোমাকে। ধন্যবাদ তোমাকে, আমাকে পৃথিবীর সবচেয়ে সুখি নারী করার জন্য এবং এতো সুখি একটা পরিবার দেয়ার জন্য। আশা করি আজ তুমি খুবই খুশি, আমার ভালোবাসা সবসময় তোমার জন্যই থাকবে।’

 

জীবনসঙ্গী পাশে থাকলে শক্তি আর সাহসটাই বেড়ে যায় বহুগুণ। নিজের দক্ষতার পাশাপাশি জীবনসঙ্গীর এ উষ্ণ ভালবাসায় মেসির গতিকে আজ বাড়িবে দেবে অনেকগুণ। আর মাঠের বাইরে থাকা রোকুজ্জো নিভৃতে কামনা করবেন তার স্বামীর হাসিমাখা বিজয়ের মুখটা।