ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ৩:৩২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী

নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

মিয়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে শুক্রবার বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ দল।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, গোটা দেশ আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিরিট ও তাদের অসামান্য ক্রীড়া নৈপূণ্য দেখে গর্বিত।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আগামী ৩ মার্চ বাংলাদেশ চীনের বিপক্ষে তাদের চূড়ান্ত গ্রুপ ম্যাচ খেলবে। টুর্নামেন্টে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।