ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ২২:৩৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু আজ হজের ফ্লাইট শুরু ৯ মে পুলিৎজার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস

মাশরাফি-সাকিব-লিটনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর জয়ের নায়ক সাকিব ও লিটন দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে দুর্দান্ত জয়ের জন্য তাদের অভিনন্দন জানান সরকারপ্রধান।

ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রী শুভ কামনাও জানিয়েছেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

সোমবার রাতে ১৬ কোটি টাইগারভক্তের মতো গণভবনে বসে এই খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ক্রিকেটপাগল প্রধানমন্ত্রী টাইগারদের পারফরমেন্সে দারুণ খুশি। প্রতিটি জয়ের পরই তিনি সাধারণত শুভেচ্ছ ও অভিনন্দন জানান। তবে গতরাতের ম্যাচটি সম্ভবত বেশি আনন্দ দিয়েছে তাকে। যেকারণে ফোন দিয়ে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।

সোমবার টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট সহজেই টপকায় বাংলাদেশ দল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরোচিত অপরাজিত ১২৪ রান এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। আর বাংলাদেশের জয়ের পরই মাশরাফিদের ফোন করে অভিনন্দন জানান বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভক্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-জেডসি