ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৫৯:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

সাকিবরা অন্ধকারে, আলো হয়ে জ্বলছে বাংলার বাঘিনীরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩৯ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

যেখানে সাকিবদের খেলায় পুরো বাংলাদেশ মর্মাহত সেখানে বাংলার বাঘিনীদের থাবায় স্কটল্যান্ড পর্যদস্তু। ৯ উইকেটের বিশাল জয়ে বাংলার দামাল নারীরা আবার প্রমাণ করল সময়টা এখন শুধুই তাদের। তারা বলে কম, কিন্তু করে দেখায়।



জাতীয় পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধুকছে। অন্যদিকে মহিলা বিশ্বকাপ বাছাইপর্বে মূল আসরের ফেভারিট বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে সেটাই প্রমাণিত হলো। স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।



বৃৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রটারডামে বৃহস্পতিবার স্কটিশদের ৪৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ জিতেছে ১০ ওভারে।

 


স্কটিশ নারীরা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে। প্রথম চার ওভারে আসে মাত্র ১৪ রান। ৪.৩ ওভারের সময় স্কটিশ শিবিরে প্রথম আঘাত হানে পান্না ঘোষ। ক্যাথরিন ব্রেসকে ৩ রানে ক্যাচ আউট করেন পান্না।


আরেক ওপেনার লরান জ্যাক করেন ২০ বলে ১১ রান। দুই নম্বরে ব্যাট করতে আসা রাচেল স্কুলসের ব্যাটে আসে সর্বোচ্চ ১৬ রান। এরপরের ব্যাটসম্যানদের রানের অংকগুলো নিশ্চিত কোন ফোন নম্বরের সাথে মিলে যাবে। স্কটিশ ব্যাটিং লাইন-আপে এতটাই দৈন্যদশা যে পাঁচ রানের কোঠাও পার করতে পারেনি কেউ।



১৮.৫ ওভার ব্যাট করে শেষ পর্যন্ত ৪৭ রান করে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। ২ উইকেট করে নেন রুমানা আহমেদ আর লিলি রানী। ১ উইকেট করে নেন পান্না ঘোষ ও খাদিজাতুল কোবরা। 



মাত্র ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ক্যাচ আউট হন শামিমা সুলতানা। এরপর আর কোন উইকেট দিতে হয়নি স্কটল্যান্ডের বোলারদের।


আয়শা রহমানের ২৩ রান শারমিন সুলতানার ১৮ রানের সাথে স্কটিশ বোলারদের কল্যাণে যোগ হয় অতিরিক্ত আরও ১০ রান। মাত্র ১০ ওভারে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।