ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৫৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

রোনাল্ডো-মেসিহীন বিশ্বকাপ, গ্যালারিজুড়ে বিষণ্ণতা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩০ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

মেয়ে ফুটবলপ্রেমীদের স্বপ্নের রাজপুত্র ‘রোনাল্ডো-মেসি’। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পছন্দ করেন তাদের খেলা। শুধু বিশ্বকাপ বলে নয় বছরের ৩৬৫ দিন রোনাল্ডো-মেসির খেলা দেখেন মানুষ৷ এই দুই ফুটবলারের পায়ের জাদুতে মনের অসুখ সারে৷

 

কিন্তু শনিবারটা ছিল যেন বিশ্বকাপের তারা খসার রাত৷ প্রথমে স্পেনের কাছে হেরে মেসিদের বিদায়৷ কয়েক ঘণ্টা পর উরুগুয়ের ফুটবলাররা রোনাল্ডোর বিশ্বকাপ হাতে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ দুই তারকার বিদায়ের ছায়া পড়ল কাজান এবং ফিস্তের গ্যালারিতে৷ দুটো স্টেডিয়ামেই ক্যামেরাতে ধরা পড়ল বিষন্ন সমর্থকদের মুখ৷

 

তবে সিআর সেভেন এবং এলএম টেন-কে যে শুধু মস্কোর গ্যালারি মিস করবেন এমনটাতো নয়৷ এই দুই কিংবদন্তির ফুটবলারকে পুরো বিশ্বকাপ জুড়ে মিস করবেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীরা।

 

বিশ্বকাপে দুই সুপারস্টারের বিদায়ের দিনে মিল রয়েছে অনেক৷ দুই তারকারই এটা ছিল অঘোষিত শেষ বিশ্বকাপ৷ দুজনেই ছিটকে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে৷ সেটাও একই দিনে৷ দুজনের দলই ছিটকে গেল এক গোলের ব্যবধানে৷ কাভানির উরুগুয়ের কাছে রোনাল্ডোর পর্তুগালের হার ২-১ গোলে৷ আর আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হারে ৪-৩ গোলে৷ দুই ম্যাচেই কিন্তু তারকা রোনাল্ডো-মেসি গোল পাননি৷

 

ফ্যানেদের মনে এরাই কিন্তু ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বলে সন্মান পান৷ কী আশ্চর্য সেই তারকারাই নকআউট পর্বে চূড়ান্ত ব্যর্থ৷ মিল আরও আছে৷ রাশিয়ার মাটিতে দুই তারকাই গ্রুপ পর্বে একটি করে পোনাল্টি মিস করেছেন৷