ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ১৬:৩০:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদি গুলিবিদ্ধ সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

হিজাব ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরানের নারী দাবাড়ু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ইরানি নারী দাবা খেলোয়াড় সারা খাদেম।

ইরানি নারী দাবা খেলোয়াড় সারা খাদেম।

একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়া অংশ নিয়ে ঝড় তুলেছেন ইরানি নারী দাবা খেলোয়াড় সারা খাদেম। ইরানে নারীদের হিজাব নিয়ে কড়াকড়ির প্রতিবাদ জানিয়ে দেশটির অনেক নারী ক্রীড়াবিদই সম্প্রতি হিজাব ছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। ইরানের ড্রেস কোডে নারীদের অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে। তবে সারা খাদেম কাজাখস্তানের আলমাতি শহরে হওয়া এফআইডিই ওয়ার্ল্ড র্যা পিড অ্যান্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়াই অংশগ্রহণ করেন। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে জানানো হয়, প্রথমে ইরানি গণমাধ্যম জামারান প্রথমে এই খবর এবং ওই দাবাড়ুর হিজাব ছাড়া ছবি প্রকাশ করে। সারা ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ৮০৪ তম স্থানে রয়েছেন তিনি।  ইরানিদের মধ্যে তার অবস্থান ১০ম। অক্টোবরে ইরানী পর্বতারোহী এলনাজ রেকাবিও বাধ্যতামূলক হিজাব ছাড়াই দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতা করেছিলেন। যদিও পরে তিনি বলেছিলেন যে, এটি দুর্ঘটনাক্রমে পড়ে গেছে। তবে
ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষের ভয়েই মিথ্যা ব্যাখ্যা দিতে হয়েছিল তাকে। 

এরপর নভেম্বরে ইরানী তীরন্দাজ পারমিদা ঘাসেমি তেহরানে একটি প্রতিযোগিতার সময় তার হিজাব সরিয়ে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি তার সমর্থন প্রদর্শন করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি নিজেই তার মাথায় থাকা হেড স্কার্ফ ফেলে দেন। এই ভিডিও তখন ইরানে চলা হিজাববিরোধী আন্দোলনে গতি সঞ্চার করেছিল। 

ইরানের ডেপুটি স্পোর্টস মিনিস্টার মরিয়ম কাজেমিপুর গত মাসে বলেন, যেসব ক্রীড়াবিদরা ইসলামিক নিয়মের বিরুদ্ধে গিয়ে হিজাব ফেলে দিয়েছে, তারা তাদের ক্রিয়াকলাপের জন্য অনুশোচনায় ভুগছে এবং ভবিষ্যতে আর ভুল না করার শপথ নিয়েছে।