ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১:৪৪:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

দেশে ফিরেছে সালমাবাহিনী, ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪৩ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

নারী এশিয়া কাপে সেরার মুকুট জিতে সোমবার (১১ জুন) শেষ বিকেলে দেশে ফিরেছে ‍বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়া থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩১৬ ফ্লাইটে চেপে ৬টা ৫০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইতিহাস সৃষ্টিকারী সালমা-রুমানারা।

 

বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি চলে যান রাজধানীর সোনারগাঁও হোটেলে। সেখানেই তাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। বিসিবির পক্ষে পুরো দলকে এই পুরস্কার দেয়া হবে। তবে প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা করে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন, ‘ম্যাচ জিতলে সাধারণত আমরা পুরস্কার ঘোষণা করে থাকি। আমরা ঠিক করেছি সব খেলোয়াড়কে অন্তত পক্ষে ১০ লাখ টাকা করে দেয়া হবে। শুধু তাই না, পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরও কিছু পুরস্কার দেয়া হবে। যারা ভালো করেছে তাদের এডিশনাল বোনাস দেয়া হবে। টিম ম্যানেজম্যান্টকে দেয়া হবে। এজন্য আমরা সবমিলিয়ে দুই কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি ওদের জন্য।’

 


ছেলেদের ক্রিকেটের চেয়ে মেয়েদের সুযোগ সুবিধা অনেক কম। পাপন অবশ্য ছেলের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেটকে মিলাতে চাইলেন না। তবে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে জানালেন, ‘ওরা যে সাফল্য এনে দিয়েছে এটা মেয়েদের উৎসাহিত করবে। আমরা যে অত বেশি মেয়েদের পাচ্ছিলাম না, এখন অনেক মেয়েদেরকে আমরা পাবো যারা ক্রিকেটে আগ্রহী হবে। তাদের আগ্রহ আরও বাড়ানোর জন্য আমরা ইতোমধ্যে একটি কমিটি করেছি। ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান সিরাজ ভাইকে (এনায়েত হোসেন সিরাজ) দায়িত্ব দিয়েছি। তারা পরশু দিনই দুদিনের মধ্যে আমাদের জানাবেন ওদের (মেয়েদের) কি কি বেনিফিট বাড়ানো যায়।’

 

 

রোববার কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশ। এমন দুর্দান্ত অর্জনে মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এশিয়া কাপের সপ্তম আসরে প্রথমবার শিরোপা জিতলো বাংলাদেশ। আগের ছয়বারই ট্রফি জেতে ভারত। এছাড়া দ্বি-পাক্ষিক সিরিজের বাইরে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো সালমারা। এমন কৃতিত্ব বাংলাদেশ পুরুষ দলও করে দেখাতে পারেনি।

 

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু করলেও বাকি চারটি ম্যাচেই টাইগ্রেসদের দাপুটে পারফরম্যান্স লক্ষ্য করা গেছে। ক্রিকেটের যে কোনো ফরম্যাটে অজেয় পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় তারা ৭ উইকেটের বড় ব্যবধানে।

 

লিগ পর্বে অভিন্ন ফলাফল ছিল ভারতের বিপক্ষেও। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বরাবরই দারুণ দাপুটে ভারতকেও একই ব্যবধানে হারায় টাইগ্রেসরা। থাইল্যান্ড, মালয়েশিয়া পাত্তাই পায়নি সালমাদের কাছে। থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয়ার পর মালয়েশিয়াকে ৭০ রানের ব্যবধানে হারায় তারা।

 

ফাইনালে সেই ভারতকে আবারও ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে স্বপ্নিল জয় তুলে নেয় লাল সবুজের বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের দেয়া ১১৩ রানের লক্ষ্য লাল-সবুজের নারী দল ছুঁয়ে ফেলে ৭ উইকেটের খরচায়। ব্যাটে বলে দাপুটে পারফরম্যান্সে ম্যাচ সেরা হয় অলরাউন্ডার রুমানা আহমেদ।