ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:২৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি শুভেন্দুর ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

প্রতিযোগিতায় না নেমেই পুরষ্কার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

যেখানে কমনওয়েলথ গেমসে প্রতিযোগিরা কঠির প্রতিযোগিতার মুখোমুখি হয়ে মেডেল পান সেখানে কোনো প্রতিদ্বন্দিতা না করেই অজি তরুণী বক্সার টেলা রবার্টসনের পদক নিশ্চিত হয়ে গেলো। তবে কি ম্যাচ ফিক্সিং, না তার থেকে আরও বড় কিছু? না, এ রকমটি ভাবার কোন কারণ নেই।

 

আসলে কমনওয়েলথের বক্সিংয়ের সূচি এর জন্য দায়ী। মেয়েদের ৫১ কেজি বিভাগে এবার মাত্র ৭জন বক্সার অংশগ্রহণ করেছেন। সুতরাং কোয়ার্টার ফাইনালে কোনো একজন বাই পেতেন। ভাগ্য সঙ্গ দেয় মাত্র ১৯ বছর বয়সী অজি নারী বক্সার টেলা রবার্টসনের। শেষ আটের লড়াইয়ে বাই পাওয়ায় রবার্টসন সরাসরি সেমিফাইনালে ম্যাচে রিংয়ে নামবেন তিনি। বক্সিংয়ে যেহেতু সেমিফাইনালে উঠলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়, তাই আয়োজক অস্ট্রেলিয়ার ঝুলিতে একটি পদক বিনা শ্রমে যুক্ত হলো।

 

রবার্টসনের এমন পদকপ্রাপ্তিকে অজি মিডিয়ায় লাকি মেডেল বলে অভিহিত করা হচ্ছে। কাকতালীয়ভাবে রবার্টসনের এই লাকি মেডেলেই ২১তম কমনওয়েলথের তার প্রথম পদক। যদিও ব্রোঞ্জ পদকেই থেমে থাকতে চান না টেলা। নজর তার স্বর্ণ।পদকে আপতত সেমিফাইনাল বাউট জিতে খেতাবি ম্যাচে জায়গা করে নেওয়াই রবার্টসনের প্রাথমিক লক্ষ্য।

 

আগামী ১৩ এপ্রিল শেষ চারের লড়াইয়ে রিংয়ে নামার কথা টেলার। রিংয়ে ঘাম ঝরানোর আগেই পদক জিতে যাওয়ায় খুশি হলেও লক্ষ্যে স্থির টেলা বলেন, আমার লক্ষ্য সোনা জয়ী হওয়া। ব্রোঞ্জ নিয়ে রিং ছাড়তে চাই না। পদক জিতলে সবারই ভালো লাগে। তবে কমনওয়েলথের আগে যে রকম ট্রেনিং করেছি, তাতে স্বর্ণ পদক অর্জন করেতে চাই।

 

কমনওয়েলথ বক্সিংয়ে লড়াই ছাড়া পদক জয়ের ঘটনা এর আগেও ঘটেছে। ১৯৮৬ সালে এনিবার্গ গেমস আফ্রিকার বহু দেশ বয়কট করায় সুপার হেভওিয়েট বিভাগে মাত্র ৩জন বক্সার অংশ নিয়েছিলেন। ওয়েলসের অ্যানেউরিন ইভান্স বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছিলেন। ফাইনালে কানাডার লিনক্স লিউয়িসের কাছে হারলেও ঠিকই রুপার পদক জিতে নেন।